আজকাল ওয়েবডেস্ক: ডিজিটাল দুনিয়ায় ব্যক্তিগত তথ্য সুরক্ষায় নয়া বিধি আনল কেন্দ্রীয় সরকার। নয়া বিধির খসড়ায় উল্লেখ করা হয়েছে, ১৮ বছরের নিচে নাবালক নাবালিকাদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে এবার থেকে বাবা মায়ের অনুমতির প্রয়োজন হবে। খসড়ায় বলা হয়েছে, ‘অভিভাবকের পূর্ণ সম্মতি ছাড়া ১৮ বছরের নিচে কোনও নাবালক সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে পারবে না। সম্মতি ছাড়া কোনও নাবালকের ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ করা হবে না এবং যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে’। তবে খসড়ায় এই বিধির কোনও ধরনের লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।

 

বিধির খসড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, ২০২৩-এর ৪০ ধারা অনুসারে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বিধি আইন কার্যকর হওয়ার তারিখ থেকে, সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যের জন্য এখানে প্রকাশ করা হল’। এই বিধি চূড়ান্ত করার আগে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মতামত গ্রহণ করা হবে। তথ্য সংগ্রহকারী সংস্থাগুলিকে নিশ্চিত করতে হবে যে "যিনি নিজেকে অভিভাবক হিসেবে নিজেকে সামনে আনছেন তিনি যেন প্রাপ্তবয়স্ক হন। আইন অনুসারে, ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের উদ্দেশ্য ও পদ্ধতি নির্ধারণে দায়িত্বশীল তথ্য সংরক্ষণকারীদের ওপর সর্বোচ্চ ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।