নিতাই দে: ত্রিপুরায় বন্যা কবলিত এলাকার ক্ষয়ক্ষতি মূল্যায়নে গত ২৮ আগস্ট রাজ্যে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। ত্রিপুরার মোট চার জেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে দেখা করেন প্রতিনিধি দলের আধিকারিকরা। জানা গিয়েছে, কেন্দ্রীয় প্রতিনিধি দলের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আশ্বাস দেওয়া হয়েছে, বন্যা পরিস্থিতির ফলে যা ক্ষয়ক্ষতি হয়েছে তা সম্পর্কিত একটি বিস্তারিত রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জমা দেওয়া হবে।
কেন্দ্রীয় প্রতিনিধ দলের আধিকারিকরা দু’দিন ধরে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা এবং খোয়াইয়ের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে। মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, কেন্দ্রীয় দলের রিপোর্টটি ত্রিপুরার বন্যা-দুর্গত মানুষের জন্য সাহায্যের ক্ষেত্রে কার্যকরী হবে। কেন্দ্রীয় সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভয়াবহ বন্যায় মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
বন্যায় মৃতদের পরিবারের জন্য প্রাইম মিনিস্টার ন্যাশলাল রিলিফ ফান্ড থেকে ২ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের জন্য ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করার ঘোষণা করেছেন তিনি। প্রসঙ্গত, বন্যার কারণে ত্রিপুরায় এখনও পর্যন্ত ৩২ জন প্রাণ হারিয়েছেন, দুজন আহত হয়েছেন, এবং একজন নিখোঁজ। শুক্রবার পর্যন্ত ত্রিপুরা জুড়ে ৩২৯টি ত্রাণ শিবির চালু হয়েছে। এখনও পর্যন্ত ১৭,৯৩৯ জন মানুষকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের খাবার, পানীয় জল এবং স্বাস্থ্য সহায়তা প্রদান করা হচ্ছে।
