আজকাল ওয়েবডেস্ক : পৃথিবী তার জন্ম থেকে যে প্রাণীর সঙ্গে সবথেকে বেশি জড়িয়ে রয়েছে তার নাম সাপ। এই নামটি কানে এলেই যেন গোটা দেহে এক তরঙ্গ ছড়িয়ে পড়ে। আসলে সাপ হল এমন একটি প্রাণী যে নিজের ভয় গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। আর ভয়কে সম্বল করেই সাপ গোটা পৃথিবীতে রাজত্ব করেছে। 

 

গুয়াহাটির একদল ভারতীয় বিজ্ঞানী অনেক দিন ধরে সাপের বিষ নিয়ে গবেষণা করে চলেছে। তারা সেখানে জানতে পেরেছে প্রকৃতি তার বিবর্তন ঘটার সঙ্গে যেমন বিভিন্ন প্রাণীর বিবর্তন হয়েছে। ঠিক তেমন ভাবে সাপের বিষ বিবর্তন হয়েছে। 

 

আজ থেকে কয়েক আগে সাপের বিষ মোকাবিলা করার জন্য যে ওষুধ তৈরী করা হয়েছিল সেগুলি বর্তমান সময় আর কাজ করছে না। ফলে যদি হটাৎ করে কোনও বিষাক্ত সাপ কামড় দেয় তাহলে মৃত্যু আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। 

 

আর এখানে এগিয়ে থেকে কাজ করছে গুয়াহাটির একদল বিজ্ঞানী। তারা ভারতের মাটিতে পাওয়া কিং কোবরা, রাসেল ভাইপার থেকে বাঁচতে একটি বিশেষ ওষুধের ওপর পরীক্ষা করছেন। যদি এর সফল হয় তাহলে নতুন এই ওষুধ দ্রুত বাজারে আসবে। সাপের উন্নত বিষ অতি সহজে মোকাবিলা করবে এই উন্নত ওষুধ।