আজকাল ওয়েবডেস্ক: বোকারো জেলার লালপানিয়া এলাকার লুগু পাহাড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৮ জন মাওবাদী নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য প্রয়াগ মাঞ্জি, যাঁর মাথার এক কোটি টাকার পুরস্কার ছিল।
সোমবার (২১ এপ্রিল) ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ গুলির লড়াই শুরু হয় এবং এখনও পর্যন্ত তা চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রয়াগ মাঞ্জি, যিনি 'বিবেক দা', 'ফুচনা', 'নাগো মাঞ্জি' ও 'করন দা' নামেও পরিচিত, গত কয়েক মাস ধরে গিরিডি ও পার্শ্ববর্তী এলাকায় সক্রিয় ছিলেন। তিনি ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড় ও ওড়িশার ১০০-র বেশি মামলায় ওয়ান্টেড ছিলেন।
সিআরপিএফ-এর ২০৯ কোবরা ব্যাটালিয়ন ও ঝাড়খণ্ড পুলিশের যৌথ অভিযানে এই গুলির লড়াই শুরু হয়। ঘটনাস্থল থেকে একটি এসএলআর ও একটি ইনসাস রাইফেল উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত কোনো নিরাপত্তা কর্মী আহত হননি।
চলতি বছর ঝাড়খণ্ডে এ নিয়ে মোট ১৩ জন মাওবাদী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হলেন। রাজ্য পুলিশ ২০২৫ সালের মধ্যে ঝাড়খণ্ডকে সম্পূর্ণ মাওবাদী-মুক্ত করার লক্ষ্যে কাজ করছে।
