আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি নয়ডায় একটি চারতলা আবাসনের ছাদে আগুন লাগার ফলে প্রায় ১০০ জন আটকা পড়েন। সূত্রে জানা গিয়েছে রান্নার গ্যাস লিকেজ থেকে এই দু্র্ঘটনাটি ঘটে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তৎক্ষণাৎ স্থানীয় দমকল বাহিনিকে খবর দেওয়া হয়৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার আনুমানিক রাত ১১:৩০ টা নাগাদ ফেজ-২ থানা এলাকার নয়া গাঁওয়ে একটি চারতলা ভবনের প্রথম তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনার জেরে বিভিন্ন কেন্দ্র থেকে ছয়টি দমকল ঘটনাস্থলে পাঠানো হয়। কয়েক মিনিটের মধ্যে দমকল বাহিনি ছাদে আটকে পড়া প্রায় ১০০ জনকে নিরাপদে উদ্ধার করে। প্রায় ২ ঘন্টা ধরে প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। পুলিশ ও দমকল বাহিনি সকলকে উদ্ধার করেছে বলে খবর। সূত্রে আরও জানা যায়, প্রথম থেকে চতুর্থ তলার বেশ কয়েকজন শিশু ও মহিলারাও আগুন থেকে বাঁচতে আবাসনের ছাদে উঠে সাহায্যের জন্য ডাকতে শুরু করেন।