আজকাল ওয়েবডেস্ক : ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বড় ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন , "ভারতের গণতন্ত্র এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে, যা অন্য অনেক দেশের ভাগ্যে ছিল না। গত ৭৫ বছরে অনেক দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সেখানে গণতন্ত্র ফুলে ফেঁপে ওঠেনি। আমরা যেভাবে আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করেছি, তা সত্যিই এক অনন্য উদাহরণ। আমরা কোনো রক্তপাত ছাড়াই বহু পরিবর্তন এনেছি।"

 

অমিত শাহ আরো বলেন , "ভারতের জনগণ নিজেদের গণতান্ত্রিক অধিকার ব্যবহার করে বহু স্বৈরশাসকের অহঙ্কার ভেঙে দিয়েছে। এর মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে গণতন্ত্রের পথে আমাদের পায়ে কোনো বাধা নেই।"

 

শাহ ভারতের অর্থনৈতিক সাফল্য নিয়ে বলেন, "অনেকে বলেছিল, ভারত কখনো অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারবে না, কিন্তু আজ আমরা পঞ্চম বৃহত্তম অর্থনীতি। আমরা ব্রিটেনকেও ছাড়িয়ে গেছি। আমাদের সংবিধান এবং জনগণ সেইসব শঙ্কিতদের মুখে শক্তিশালী জবাব দিয়েছে।"

 

কিন্তু তার কথা এখানেই শেষ হয়নি। শাহ আরও বলেন , "বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে, আমরা প্রতিটি রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালু করব।" কংগ্রেসকে আক্রমণ করে তিনি বললেন, "মুসলিম ব্যক্তিগত আইন নিয়ে কংগ্রেসের আপস রাজনীতি দেশের জন্য ক্ষতিকর। আমি চাই তারা পরিষ্কারভাবে নিজেদের অবস্থান জানাক।"

 

শাহ আরও বলেন , "আমরা কোনো অবস্থাতেই ধর্মের ভিত্তিতে সংরক্ষণ অনুমোদন করব না। বিজেপি যদি একমাত্র সংসদ সদস্যও হয়, তবুও আমরা ধর্মের ভিত্তিতে সংরক্ষণ প্রতিষ্ঠিত হতে দেব না।"

 

রাজ্যসভায় এই বিতর্কের শেষে, অমিত শাহ সর্দার প্যাটেলের ঐক্য প্রতিষ্ঠার অবদান নিয়ে কথা বলেন । তিনি বলেন , "ভারতের একতায় সর্দার প্যাটেলের অবদান অমূল্য। তিনি যেভাবে ভারতের ভিন্ন ভিন্ন রাজ্যগুলোকে একত্রিত করেছিলেন, তা চিরকাল স্মরণীয় থাকবে।"