আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ কর্নেল সোফিয়া কুরেশি নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিরাট ফাঁপড়ে পড়েছেন। তার মন্তব্যের জেরে রাজনীতিবিদ থেকে শুরু করে বিরোধী সকলেই তাঁকে কোনঠাসা করেছেন। তবে এবার নিজের ভুল নিয়ে তিনি জানালেন অন্য কথা।
মধ্যপ্রদেশের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বিজয় শাহ নিজের মন্তব্যের জন্য কর্নেল কুরেশির কাছে ১০ বার ধরে ক্ষমা চাইতে রাজি হলেন। ইন্দোরে একটি সভা থেকে তিনি কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন। এরপরই প্রতিবাদে ফেটে পড়ে কংগ্রেস শিবির। কংগ্রেসের এক্স হ্যান্ডেলে এর প্রতিবাদ শুরু হয়। সেখানে সামিল হন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে বাকি কংগ্রেস নেতারা।
উপায় না দেখে সেদিনই নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন তিনি। তবে এখানেই বিষয়টি শেষ হয়নি। শাহ আরও বলেন, বোন সোফিয়া দেশকে সম্মান এনে দিয়েছে। এটি জাতি এবং ধর্মের উপরে। নিজের বোনের থেকেও সোফিয়াকে সম্মান করি। দেশের জন্য যে কাজ সে করেছে সেজন্য তাকে আমি স্যালুট করি। আমরা নিজেদের স্বপ্নেও তাকে অপমানের কথা ভাবতে পারি না। যদি আমার কোনও মন্তব্য সমাজ এবং ধর্মকে আঘাত করে থাকে তাহলে সেজন্য আমি দশবার ক্ষমা চাইতে রাজি আছি।
প্রসঙ্গত, কর্নেল সোফিয়া কুরেশিকে পাকিস্তানি জঙ্গিদের বোন বলে বিতর্কিত মন্তব্য করছিলেন এই বিজেপি-র মন্ত্রী। ভাইরাল ভিডিও থেকে দেখা যায় তিনি কর্নেল সোফিয়াকে নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন।
একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপির এই মন্ত্রী এই বিতর্কিত মন্তব্য করেন। তার করা মন্তব্যটি শেয়ার করে কংগ্রেস। তাদের পক্ষ থেকে বলা হয় এই ধরণের মন্তব্য কেন বিজেপির পক্ষ থেকে করা হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই মন্তব্যের জন্য শাহ-র কঠিন সাজা দাবি করেছেন।
নিজের এক্স হ্যান্ডেলে খাড়গে বলেন, বিজেপির মন্ত্রী যে মন্তব্য করেছেন তা চরম অপমানের। কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে করা তার এই মন্তব্যকে ধিক্কার করছি।
মধ্যপ্রদেশের বিরোধী দলনেতা উমাঙ্গ শিনঙ্গারও নিজের এক্স হ্যান্ডেলে এই মন্তব্যের তীব্র বিরোধীতা করেছেন। তিনি বলেন, এই সময় এমন মন্তব্য করা দেশের সেনাবাহিনীকে অপমান করা।
প্রসঙ্গত, অপারেশন সিঁদুর-এর পর ভারতীয় সেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশিকে সঙ্গে নিয়ে মিডিয়ার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। ২০১৬ সালে কর্নেল সোফিয়া কুরেশি প্রথম মহিলা যিনি উইং কমান্ডার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।
