আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে বিজেপি মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ-র ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলে কর্নেল সফিয়া কুরেশিকে আক্রমণের পর রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া। এবার পাল্টা মন্তব্য করে বিতর্কে জড়ালেন সমাজবাদী পার্টির প্রবীণ নেতা রাম গোপাল যাদব।
মোরাদাবাদের জনসভায় রাম গোপাল বলেন, “বিজেপি আগে জানলে যে উইং কমান্ডার ব্যোমিকা সিং একজন ‘দলিত’ ও এয়ার মার্শাল এ কে ভারতী একজন যাদব—তাদেরও গালাগালি করত। কর্নেল কুরেশিকে মুসলিম জেনে আক্রমণ করা হয়েছে।”
এই মন্তব্যের পর বিজেপি অভিযোগ তোলে, যাদব সেনাবাহিনীর বীরত্বকে জাতপাতের চোখে দেখছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “এই মন্তব্য দেশের সেনা ও জাতীয়তাবাদকে অপমান করেছে।”
উত্তরপ্রদেশ বিজেপি সভাপতি ভূপেন্দ্র চৌধুরী ও বিএসপি নেত্রী মায়াবতী উভয়েই এই জাতপাত-ধর্মীয় রাজনীতিকে “লজ্জাজনক ও নিন্দনীয়” বলে আখ্যা দেন।
সেনাবাহিনীর বীরত্ব ও ঐক্য নিয়ে রাজনীতিতে উত্তেজনা চরমে।
