আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানার ভোটগণনায় টানটান উত্তেজনা। সকালে গণনা শুরু হতেই একের পর এক আসনে এগিয়ে যায় কংগ্রেস। রীতিমত সেলিব্রেশন শুরু হয়ে যায় দিল্লির হাত শিবিরের অফিসে। মনে হচ্ছিল বিজেপির ১০ বছরের শাসনকে দমিয়ে সরকার গড়বে হাত শিবিরই। কিন্তু বেলা বাড়তেই ঘুরে গেল চাকা। দুপুর ১টা পর্যন্ত হরিয়ানায় ৯০টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ৪৯টি আসনে।

 

কংগ্রেসের দখলে ৩৫টি আসন। সকালবেলা চিত্রটা একেবারেই অন্যরকম ছিল। নির্বাচনের পর এক্সিট পোলও একেবারেই কংগ্রেসের পক্ষে ছিল। কিন্তু সব হিসেবকে পাল্টে গিয়ে ইতিমধ্যেই ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার সকালে গণনা শুরু হওয়ার আগেই নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরের বাইরে উদযাপন শুরু হয়, যেখানে দলের সমর্থকরা ঢোল বাজিয়ে নাচতে দেখা যায়।

 

হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি জানান, বিজেপি হরিয়ানায় তৃতীয়বারের মতো সরকার গঠন করবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কংগ্রেস সদর দপ্তরের বাইরের চিত্রটা বদলাতে শুরু করেছে। অন্যদিকে, উৎসবে মেতে উঠেছেন বিজেপি কর্মী সমর্থকরা। দিল্লিতে সদর দপ্তরে ঢাক, ঢোল পিটিয়ে উৎসবে মেতেছেন বিজেপি কর্মীরা।