আজকাল ওয়েবডেস্ক: বিহার স্টাফ সিলেকশন কমিশন  গ্র্যাজুয়েট লেভেল সম্মিলিত প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে মোট ১৪৮১টি শূন্যপদ পূরণ করতে চলেছে। আবেদনের প্রক্রিয়া শুরু হবে ১৮ আগস্ট থেকে এবং শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। যোগ্য প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট bssc.bihar.gov.in -এ গিয়ে আবেদন করতে পারবেন।


যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা ও কারিগরি যোগ্যতা প্রতিটি পদের জন্য আলাদা।
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি বিস্তারিতভাবে পড়ে নিতে হবে।
বয়সসীমা:
আবেদনকারীর ন্যূনতম বয়স ২১ বছর এবং সর্বোচ্চ ৩৭ বছর (কাট-অফ তারিখ অনুযায়ী)।
তবে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য উচ্চতর বয়সসীমায় ছাড় প্রযোজ্য নিয়ম অনুযায়ী দেওয়া হবে।
পরীক্ষা পদ্ধতি ও নির্বাচন 
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪০,০০০-এর বেশি আবেদনপত্র জমা পড়লে, প্রাথমিকভাবে অবজেক্টিভ টাইপ প্রশ্নের মাধ্যমে একটি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক পরীক্ষার ভিত্তিতে, মোট শূন্যপদের ৫ গুণ প্রার্থীকে মূল পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। মূল পরীক্ষার জন্য কমিশন আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

আরও পড়ুন: মাছের বদলে আলুসিদ্ধ আর ডিম? রাগে মাকে মেরে আত্মঘাতী ছেলে


প্রাথমিক পরীক্ষার সিলেবাস ও পদ্ধতি
প্রাথমিক পরীক্ষায় অন্তর্ভুক্ত বিষয়গুলি:
সাধারণ অধ্যয়ন 
সাধারণ বিজ্ঞান ও গণিত 
মানসিক সক্ষমতা পরীক্ষা 
মোট প্রশ্ন: ১৫০টি
প্রতিটি প্রশ্নের মান: ৪ নম্বর
নেগেটিভ মার্কিং: ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হবে
পরীক্ষার সময়: ২ ঘণ্টা ১৫ মিনিট
প্রশ্নপত্রের মাধ্যম হবে হিন্দি ও ইংরেজি। যদি কোনও বিভ্রান্তি তৈরি হয়, সেক্ষেত্রে ইংরেজি সংস্করণটিকেই চূড়ান্ত বলে ধরা হবে।


বই সংক্রান্ত নির্দেশিকা
পরীক্ষাকেন্দ্রে তিনটি বিষয়ের জন্য একটি করে বই সঙ্গে রাখা যাবে:
শুধুমাত্র NCERT, BSEB ও ICSE বোর্ড-এর পাঠ্যবই অনুমোদিত।
গাইড বই, ফটোকপি, হাতে লেখা নোট, ইলেকট্রনিক ডিভাইস ইত্যাদি কোনওভাবেই পরীক্ষা কেন্দ্রে অনুমোদিত নয়।


প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ, এবং বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে অফিসিয়াল নোটিফিকেশন অবশ্যই পড়ে নিতে হবে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় আপডেট ও মূল পরীক্ষার ঘোষণা bssc.bihar.gov.in ওয়েবসাইটে পাওয়া যাবে।


প্রতি বছরেই বিহারে এই ধরণের পরীক্ষা হয়ে থাকে। সেদিক থেকে দেখতে হলে এবারেও তার ব্যতিক্রম হবে না। প্রতিটি যোগ্য প্রার্থী নিজের মতো করে পরীক্ষা দিতে পারবেন। সেখানে তাদের যোগ্যতা অনুসারে উত্তীর্ণ হতে হবে। এই বিষয়ে যদি বাড়তি কিছু জানতে হয় তাহলে সেখান থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে জেনে নিতে হবে। তবে সেখান থেকে সমস্ত তথ্য আপনাকে সঠিকভাবে জেনে নিতে হবে।


নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাকে আবেদন করতে হবে। সেখানে বাড়তি কোনও নিয়ম নেই। সমস্ত নথি নিয়ে আপনাকে সঠিকভাবে আবেদন করতে হবে। সেখানে যদি কোথাও কোনও সমস্যা তৈরি হয় তাহলে সেখানে আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজের সমস্ত ভ্রান্তি দূর করতে হবে। পরীক্ষা হবে নিয়ম মেনেই। সেখানে কোনও বাড়তি সমস্যা নেই। যারা আগে আবেদন করবেন তারা খানিকটা হলেও সুবিধা পেতে পারে। সেখানে অপেক্ষা না করে দ্রুত আবেদন করাই ভাল।