আজকাল ওয়েবডেস্ক: রাজনীতি এবং আবেগের এক নাটকীয় মেলবন্ধন দেখা গেল পাটনায়। বিহারে বিধানসভা নির্বাচনের টিকিট পাওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটালেন আরজেডি নেতা। রবিবার আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের বাসভবনের সামনে কেঁদে ভাসিয়ে দিলেন তিনি।

মধুবন বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী ও আরজেডির সিনিয়র নেতা মদন শাহ আসন্ন বিধানসভা ভোটের টিকিট না পেয়ে প্রকাশ্যে ভেঙে পড়েন। চোখে জল, গলায় কান্না, রাস্তায় লুটিয়ে পড়া — লালু প্রসাদের বাড়ির সামনে মদন শাহের এমন দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

তিনি ক্ষোভে নিজের কুর্তা ছিঁড়ে ফেলেন, রাস্তায় শুয়ে জোরে জোরে কাঁদতে শুরু করেন। ঘটনাস্থলে মুহূর্তে ভিড় জমে যায়, তৈরি হয় বিশৃঙ্খলা। পরে পুলিশ এসে তাঁকে সেখান থেকে সরিয়ে দেয়। 

ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।  এই ভিডিও ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। দলের মধ্যে ভোটের আগে প্রার্থী নির্বাচনে দুর্নীতির অভিযোগ তুলেছেন মদন শাহ নিজেই।

?ref_src=twsrc%5Etfw">October 19, 2025

তিনি অভিযোগ করে বলেন, ‘টিকিটের জন্য টাকা না দেওয়ায় আমাকে বাদ দেওয়া হয়েছে। রাজ্যসভা সাংসদ সঞ্জয় যাদব টাকা নিয়ে টিকিট ‘ব্রোকারেজ’ করেছেন। আর আমার জায়গায় টিকিট দেওয়া হয়েছে ড. সন্তোষ কুশওয়াহাকে।’

মদন শাহের দাবি, ‘দল এখন সৎ ও পরিশ্রমী কর্মীদের নয়, টাকার জোরে আসা প্রার্থীদের অগ্রাধিকার দিচ্ছে। আমাদের মতো পুরনো কর্মীদের তুচ্ছ করা হচ্ছে।’ আরও একটি ভিডিওতে দেখা যায়, লালু প্রসাদ যাদবের গাড়ি তাঁর বাসভবনে ঢোকার সময় মদন শাহ দৌড়ে গাড়ির পিছু নেন।

এমনকি, তাঁর সঙ্গে দেখা করার জন্য চিৎকার করেন। পরে নিরাপত্তা কর্মীরা তাঁকে ধরে সরিয়ে দেয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটিকে কেন্দ্র করে আরজেডির টিকিট বণ্টন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

বিরোধীরা বলছে, এটি প্রমাণ করে দলের ভেতরে অসন্তোষ এবং দুর্নীতি কতটা গভীরে ঢুকেছে। এই ঘটনাই এখন বিহারের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে দলের ভিতরে ক্ষোভ, অন্যদিকে ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।