আজকাল ওয়েবডেস্ক: বুধবার ছড়িয়ে পড়ে জল্পনা, উদ্বেগ। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, ব্যাঙ্ক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারীরা হাই-ভ্যালু ডিজিটাল লেনদেনে ক্রমবর্ধমান খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর সহায়তার জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। জল্পনা ছিল, ব্যাঙ্ক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের সহায়তার জন্য সরকার ৩,০০০ টাকার উপরে সমস্ত ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) পেমেন্টের উপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট পুনঃপ্রবর্তনের কথা চিন্তা ভাবনা করছে সরকার। এই তথ্য প্রকাশ্যে আসার পরেই শুরু হয় আলোচনা, আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকের মধ্যে। 

 

তবে তার কয়েকঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছে আসল তথ্য। অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই দাবি এবং এই জল্পনা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। 

?ref_src=twsrc%5Etfw">June 11, 2025

 

বুধবার সন্ধে সাতটা নাগাদ অর্থ মন্ত্রকের তরফে সমাজমাধ্যমে সাফ জানানো হয়, 'ইউপিআই লেনদেনের উপর এমডিআর ধার্য করা হবে বলে যে জল্পনা এবং দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। এই ধরনের ভিত্তিহীন এবং চাঞ্চল্যকর জল্পনা নাগরিকদের মধ্যে অপ্রয়োজনীয় অনিশ্চয়তা, ভয় এবং সন্দেহের জন্ম দেয়।' একই সঙ্গে জানানো হয়েছে, 'সরকার ইউপিআই-এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট প্রচারে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।'

 

তবে এসবের মাঝেই সামনে এসেছে আরও একটি সিদ্ধান্তের কথা। নিজের ইউপিআই অ্যাপে একজন দিনে কতবার ব্যালেন্স চেক করতে পারবেন সেটি স্থির করা থাকবে। তার বেশি তিনি নিজের ব্যালেন্স চেক করতে পারবেন না। এনপিসিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে তারা যেন ফোন পে, পেটিএম, গুগল পে জাতীয় যা কিছু রয়েছে সেগুলি নিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। এটি শুরু হবে ১ আগস্ট থেকে। এতদিন ধরে গ্রাহকরা যখন তখন নিজেদের ব্যালেন্স চেক করতে পারতেন। তবে এবার থেকে তারা সারাদিনে ৫০ বার নিজেদের ব্যালেন্স চেক করতে পারবেন। এর বেশি তারা করতে পারবেন না। পরবর্তীকালে এই ব্যালেন্স চেকের পরিমান ২৫ বারে নামিয়ে নিয়ে আসা হবে বলেই খবর মিলেছে।