আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙ্ক-এ কাজ রয়েছে, আম-জনতার কাছে এই শব্দ-বন্ধ অত্যন্ত পরিচিত এবং প্রয়োজনীয়। তবে তালিকা যে কথা বলছে, তাতে একপ্রকার মাথায় হাত সাধারণ মানুষের। হিসেব বলছে, এক মাসের প্রায় অর্ধেক দিনই নাকি বন্ধ থাকবে ব্যাঙ্ক। অর্থাৎ এই নির্দিষ্ট মাসে ব্যাঙ্কের কাজের পরিকল্পনা থাকলে, আগে দেখে নিন তালিকা-বিস্তারিত তথ্য। নইলে ব্যাঙ্কের দরজায় গিয়ে ফিরতে হবে হতাশ হয়ে। 

আগস্ট মাসের অন্তত ১৩ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। কিন্তু কেন এই লম্বা ছুটি? আরবিআই মূলত তিন ধারায় ছুটির বিষয়টি বিবেচনা করে। জানা যাচ্ছে সপ্তাহান্তের ছুটি, সরকারি ছুটি এবং রাজ্য-ভিত্তিক নির্দিষ্ট ছুটি মিলিয়ে দেখা যাচ্ছে ৩১ দিনের আগস্ট মাসে, ১৩ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্কের ঝাঁপ। 

ছুটির বিষয়টি আরও একটু স্পষ্ট করা যাক। রবিবার তো রয়েছেই, এমনিতেই দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাঙ্ক। 

৩ আগস্ট, শনিবার। আগরতলায় কের পূজার জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৪ আগস্ট রবিবার। ব্যাঙ্ক বন্ধ।
৮ আগস্ট, স্থানীয় অনুষ্ঠানের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে গ্যাংটকে।
১০ আগস্ট, মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ।
১১ আগস্ট রবিবার, ব্যাঙ্ক বন্ধ স্বাভাবিক নিয়মেই।
১৩ আগস্ট, প্যাট্রিয়ট ডে উপলক্ষে ইম্ফলে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৫ আগস্ট, স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৮ আগস্ট, রবিবার ব্যাঙ্ক বন্ধ সারা দেশে।
১৯ আগস্ট, রাখি উপলক্ষে ত্রিপুরা, গুজরাট, ওড়িশা, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, হিমাচল, রাজস্থানে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
 ২০ আগস্ট, শ্রী নারায়ন গুরু জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে কোচিতে।
২৪ আগস্ট, মাসের চতুর্থ শনিবারে দেশজুড়ে বন্ধ ব্যাঙ্ক।
২৫ আগস্ট, রবিবার, ব্যাঙ্ক বন্ধ।
২৬ আগস্ট, জন্মাষ্টমী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে গুজরাট, ওড়িশা, চন্ডীগড়, তামিলনাডূ, উত্তরাখণ্ড, সিকিম, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মেঘালয়, হিমাচলপ্রদেশ, শ্রীনগরে।