আজকাল ওয়েবডেস্ক: ফেব্রুয়ারি মাসে ২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ধর্মঘট ডেকেছে বেসরকারি ব্যাঙ্কগুলি। ব্যাঙ্ককর্মীদের বেশকিছু দাবি রয়েছে। সেগুলি যদি না মানা হয় তাহলে তারা ধর্মঘট করবেই বলে জানিয়ে দিয়েছে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন জানিয়েছে ফেব্রুয়ারি মাসে দুদিনের ব্যাঙ্ক ধর্মঘট হবেই।

 


২৪ এবং ২৫ ফেব্রুয়ারি হবে ব্যাঙ্ক ধর্মঘট। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে সপ্তাহে ৫ দিন তারা কাজ করবে। বিভিন্ন ব্যাঙ্কে পর্যাপ্ত কর্মী নেই। তাই বাকিদের উপর কাজের চাপ বাড়ছে। ফলে যদি আগামীদিনে নিয়োগ না করা হয় তাহলে তারা ধর্মঘটের পথে যাবে। 

 


ব্যাঙ্কের পিআইএল নিয়েও তারা যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে। কাজের বাজারে তাদের চাকরি যাতে নিশ্চিত থাকে সেই বিষয়টি নিয়ে তারা বহুদিন ধরেই দাবি জানিয়ে আসছিল। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের কাছে তারা বারে বারে নিজেদের এই দাবি জানিয়েছিল। তবে সেখান থেকে কোনও সদুত্তর মেলেনি। ফলে এবার তারা ধর্মঘটের পথই বেছে নিয়েছে।

 


সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে দু-দিন তারা ধর্মঘট ঘোষণা করেছেন। এই ধর্মঘট গোটা দেশজুড়ে হবে। ২৪এবং ২৫ ফেব্রুয়ারি হবে এই ধর্মঘট। যদি তাদের দাবি মানা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলেই হুঁশিয়ারি দিয়েছে। এর পাশাপাশি তারা বেশ কয়েকটি মিটিং মিছিল করবে বলেও জানিয়েছে। 

 


সপ্তাহে ৫ দিন কাজের দাবি তারা বহুদিন ধরেই জানিয়ে আসছিল। তবে তাদের সেই দাবি মেনে নেওয়া হয়নি। তাই এবার সেদিন দেশের সমস্ত বেসরকারি ব্যাঙ্কগুলি ধর্মঘট ডাকল। সরকারি ব্যাঙ্ক সংগঠনের পক্ষ থেকে এবিষয়ে এখনই কিছু বলা হয়নি। তারা এই ধর্মঘটে যোগ দেবে কিনা তা নিয়ে কোনও স্পষ্ট কথা সামনে আসেনি।


প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই নিজেদের দাবি সামনে এনেছে ব্যাঙ্ক সংগঠনগুলি। তাদের কোনও দাবি মেনে নেওয়া হয়নি। তবে সপ্তাহের প্রথম দুদিন যদি ধর্মঘট থাকে তাহলে গ্রাহকরা যে অনেকটাই সমস্যায় পড়বেন সেকথা বলার অপেক্ষা রাখে না। তাই ধর্মঘটের দিন যদি জানা থাকে তাহলে আগে থেকেই সেরে রাখতে পারেন ব্যাঙ্কের সমস্ত কাজ।