আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার গুরু নানকের জন্মদিন। শিখ ধর্মাবলম্বীরা এই দিনটি খুব ধুমধাম করে পালন করে থাকেন। গোটা দেশেও এই দিনটিতে সরকারি অফিস সহ বহু বেসরকারি অফিসও বন্ধ থাকে। কিন্তু এই দিনটিতে ব্যাঙ্ক বন্ধ থাকে কিনা তা নিয়ে অনেকের মনেই সন্দেহ রয়েছে। গুরু নানকের জন্মবার্ষিকী গুরুপর্ব বলেও সম্বোধন করে থাকেন অনেকে।

 

 

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিবৃতি অনুযায়ী দেশের কয়েকটি রাজ্যে গুরু নানক জন্মবার্ষিকী উপলক্ষ্যে বন্ধ থাকে ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রাজ্যভিত্তিক আঞ্চলিক এবং জাতীয় ছুটির তালিকা বরাবরই ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। সাধারণত ব্যাঙ্কগুলি রবিবার, মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বন্ধ থাকে।

 

 

গুরু নানক জয়ন্তীর উপলক্ষে মিজোরাম, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ-তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, জম্মু, উত্তরপ্রদেশ, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, নতুন দিল্লি, শ্রীনগর, হিমাচল প্রদেশ, চণ্ডীগড় এবং ঝাড়খণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে। আপনি যদি ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে আগামীকাল যাবেন না। ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে কোনো কাজ হবে না।