আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগরের খুলদাবাদে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি অপসারণের দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল। তাঁরা সমাধিটি দ্রুত অপসারণের হুঁশিয়ারি দিয়ে বলেছে, না হলে বাবরি মসজিদের মতোই সমাধিটি ধ্বংস করা হবে। উল্লেখ্য, ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস করেছিল করসেবকরা।
ভিএইচপি ও বজরং দল জানিয়েছে, তাঁরা সোমবার সকাল ১১.৩০ টায় ঔরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে মহারাষ্ট্র জুড়ে বিক্ষোভ করবে। এই ঘোষণা সামনে আসার পর মহারাষ্ট্র সরকার সমাধি এলাকা এবং আশেপাশে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে। সংগঠন দুটি জানিয়েছে, যদি সরকার সমাধিটি অপসারণ না করে তবে তাঁরা রাস্তায় বিক্ষোভ এবং প্রয়োজনে করসেবার মাধ্যমে সমাধি ভাঙার হুঁশিয়ারি দিয়েছে।
ভিএইচপি’র আঞ্চলিক প্রধান কিশোর চাওয়ান এবং বজরং দলের আঞ্চলিক সমন্বয়ক নীতিন মহাজন জানিয়েছেন, ঔরঙ্গজেবের সমাধি দাসত্ব ও নির্যাতনের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে এবং এটি অপসারণ করা উচিত।
মহারাষ্ট্র সরকারের ডেপুটি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনার মন্ত্রী সঞ্জয় শিরসাট এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন কেন একজন অত্যাচারী শাসকের সমাধি সংরক্ষণ করা হবে। তবে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) নেতা জিতেন্দ্র আওহাদ এই দাবির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, রামায়ণ যেমন রাবণ ছাড়া বলা যায় না যেমন প্রাতাপগড়ের যুদ্ধ আফজল খান ছাড়া বলা যায় না।
সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্স মোতায়েন করেছে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এদিকে, ঔরঙ্গজেবের প্রশংসা করে মন্তব্য করার কারণে সামাজবাদি পার্টির বিধায়ক আবু আজমি'র বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তাঁকে রাজ্য বিধানসভা থেকে ২৬ মার্চ পর্যন্ত বরখাস্ত করা হয়েছে।
