আজকাল ওয়েবডেস্ক: মেট্রো নগরীতে এবার বড় সিদ্ধান্ত মেট্রোর। জারি নিষেধাজ্ঞা। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা আর কোনওভাবেই বানাতে পারবেন না রিলস। সিদ্ধান্ত নিয়েছে দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ, সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর তেমনটাই। 

তথ্য, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)একটি নতুন উদ্যোগ শুরু করেছে, যেখানে যাত্রীদের মেট্রো চত্বরে রিল, নাচের ভিডিও বা অন্য কোনও সোশ্যাল মিডিয়া কন্টেন্ট শুটিং করা যাবে না। কর্মকর্তারা জানিয়েছেন, যে ১৪ সেপ্টেম্বর থেকে কার্যকর করা এই নতুন ব্যবস্থাটি মেট্রোর সমস্ত লাইনের জন্য। তারা নিশ্চিত করবেন যে, এই নিয়মটি যথাযথভাবে কার্যকর এবং এই সপ্তাহের শেষ নাগাদ সর্বত্র অনুসরণ করা হচ্ছে।

হিন্দি এবং ইংরেজি দুই ভাষাতেই বারবার এই ঘোষণা করা হচ্ছে। তাতে এটাও বলা হয়েছে, কোচের ভিতরে খাওয়া বা মেঝেতে বসে থাকা নিষিদ্ধ সম্পূর্ণভাবে। নতুন বার্তাটি অস্পষ্টতার কোনও স্থান রাখে না, কতৃপক্ষ জানাচ্ছে, 'রিল, নাচের ভিডিও বা এই জাতীয় কোনও কার্যকলাপ চিত্রায়িত করা কঠোরভাবে নিষিদ্ধ।'

 

আরও পড়ুন: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে, দাউদাউ করে জ্বলছে আনোয়ার শাহ রোডের বহুতল, ঘটনাস্থলে একের পর এক ইঞ্জিন

স্বাভাবিকভাবেই উল্লেখ্য, মেট্রো রেলওয়ে আইন, ২০০২-এ নির্দিষ্টভাবে 'রিল'-এর কথা উল্লেখ করা হয়নি। ডিএমআরসি কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন যে স্টেশন বা ট্রেনের ভিতরে 'উদ্বেগ সৃষ্টি' সম্পর্কিত বিধান অনুসারে লঙ্ঘনকারীদের জরিমানা হতে পারে। একই সঙ্গে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত গ্রহণের কারণ, যাতে সহযাত্রীরা অসুবিধায় না পড়েন।  দিল্লি মেট্রো রেল জানাচ্ছে, 'এই পদক্ষেপটি নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে যাতে সহযাত্রীরা এই ধরণের কার্যকলাপের কারণে অসুবিধায় না পড়েন।'  

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by @ryanhaokip.xii