আজকাল ওয়েবডেস্ক: বি টেক পাস করেও জোটেনি চাকরি। ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হয়েও চাকরি না পাওয়ায় মানসিকভাবে বিধ্বস্ত তরুণ। প্রেমিকাকেও বিয়ে করতে বাধা। শেষমেশ ভুয়ো টিটিই সেজে স্টেশনে বিক্রি করছিলেন। পুলিশের হাতে ধরা পড়ে সহজেই দোষ স্বীকার করে নিলেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আর্দশ জৈসয়াল নামের তরুণকে বারাণসী স্টেশনে জিআরপি আটক করেছে। পরে রেল পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। ওই স্টেশনে ভুয়ো টিটিই সেজে নকল টিকিট বিক্রি করছিলেন তিনি।
জেরায় আর্দশ জানিয়েছেন, ইঞ্জিনিয়ারিং পাশ করেও তিনি চাকরি পাননি। এদিকে প্রেমিকার পরিবার তাঁর অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। প্রেমিকাকে বিয়ের জন্যেই তড়িঘড়ি চাকরির ব্যবস্থা করেন তিনি। অবশেষে টিটিই পোশাক কিনে স্টেশনে স্টেশনে ঘুরতেন। সাইবার ক্যাফে থেকে টিটিই ভুয়ো আইডি কার্ড এবং ভুয়ো ট্রেনের টিকিট বানিয়েছিলেন। সেই টিকিট বিক্রি করে টাকা নিতেন।
সম্প্রতি ওই স্টেশন থেকে দুই রেলযাত্রী টিকিটের গোলমাল হওয়ায় জিআরপিকে জানান। দুইজনের অভিযোগ পাওয়ার পর ওই টিটিই খোঁজ করে পুলিশ। শেষমেশ ধরা পড়েন আর্দশ। তাঁর কাছ থেকে ভুয়ো টিটিই পোশাক উদ্ধার করেছে পুলিশ।
