আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রতিক সংঘর্ষে ভারতের বিরুদ্ধে জয়ের প্রমাণ হিসেবে ২০১৯ সালের চীনা সামরিক মহড়ার ছবি ব্যবহার করার জন্য পাকিস্তানকে কটাক্ষ করেছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তিনি দেশের জনগণকে পাকিস্তানের দাবিতে বিশ্বাস না করারও আহ্বান জানিয়েছেন। তাঁর কটাক্ষ, “নকল করার জন্যও বুদ্ধির দরকার।“
কুয়েতে ভারতীয় প্রবাসীদের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানের এই কীর্তির উপহাস করেন ওয়েইসি। তিনি বলেন, “গতকাল পাকিস্তানের সেনাপ্রধান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে একটি ছবি উপহার দিয়েছেন। এই মূর্খরা আবার ভারতের সঙ্গে লড়তে চায়।“ তিনি আরও বলেন, “ভারতের বিরুদ্ধে জয়ের প্রমাণ দাখিল করতে গিয়ে ২০১৯ সালের চীনা সামরিক মহড়ার ছবি উপহার হিসেবে দেওয়া হয়েছে। পাকিস্তান এটাই করে।“ এরপরেই তাঁর কটাক্ষ, “নকল করার জন্য বুদ্ধি চাই, এঁদের কাছে সেটাও নেই।“ এর পাশাপাশি দেশবাসীকে তাঁর আহ্বান, “পাকিস্তান যা বলছে তাঁর একটি শব্দও সত্যি বলে ধরে নেওয়ার কোনও কারণ নেই।“
সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি চীনা সামরিক মহড়ার একটি পুরনো ছবি উপহার দেন। ভারতের বিরুদ্ধে সামরিক জয়ের প্রমাণ হিসেবে সেই ছবি দেওয়া হয়েছিল। এরপর থেকেই পাকিস্তান অপপ্রচার ছড়ানোর চেষ্টা করে। মুনির দাবি করেন, ছবিটি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হামলার প্রমাণ।
এই দাবির পরেই অকাট্য প্রমাণ দাখিল করেছে ভারত। ছবি এবং ভিডিও পেশ করে প্রমাণ করে দেওয়া হয়েছে যে পাকিস্তানের দাবি সম্পূর্ণ মিথ্যে। এমন জিনিস তারা দাবি করছে যা কোনওদিন অর্জনই করতে পারবে না।
বাস্তবে, ছবিটি পুরনো এবং গত পাঁচ বছরে অসংখ্যবার ব্যবহার করা হয়েছে। চিত্রগ্রাহক হুয়াং হাই ২০১৯ সালে ছবিটি তুলে সমাজমাধ্যমে শেয়ার করেছিলেন। এটি চীনের রকেট লঞ্চার পিএইচএল-০৩ (PHL-03)-এর।
