আজকাল ওয়েবডেস্ক: অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে জেলে ছিলেন। তিনিই সাম্প্রতিক সময়ের একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি প্রশাসনিক প্রধান থাকার সময়েই গ্রেপ্তার হন। জেলে থাকাকালীন সময়েও তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর কুরশিতেই ছিলেন।

দীর্ঘ সময় পর জামিন পেয়েই চমক দিলেন কেজরি। তিনি জেলেও ছিলেন মুখ্যমন্ত্রী পদে, জেল থেকে বেরিয়ে বললেন, তিনি আর ওই পদে থাকবেন না। জল্পনার শেষে জানা যায়, কেজরিওয়ালের জায়গায় দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী।

সূত্রের খবর, এবার বদলে যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের ঠিকানাও। জানা যাচ্ছে, এবার তিনি সরকারি বাসভবনও ছাড়বেন। যদিও আপ নেতা সঞ্জয় সিং জানিয়েছেন, নিরাপত্তার কারণে তাঁকে বারবার সরকারি বাসভবনে থাকার অনুরোধ করা হয়েছিল। বারবার বলা হয়েছিল, বিজেপির আক্রমণের কথা মাথায় রেখে সরকারি বাসভবনেই থেকে যান কেজরিওয়াল। তবে কেজরিওয়াল তাতে রাজি হননি। জানা গিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যেই তিনি সরকারি বাসভবন ছেড়ে দেবেন। 

অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ ঘোষণার দু'দিনের মধ্যেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দিয়েছিল আম আদমি পার্টি। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অতিশীর নাম ঘোষণা করা হয়েছে আপের। আপ সূত্রে খবর ছিল, অরবিন্দ কেজরিওয়ালের দিল্লির বাসভবনে দলের বিধায়কদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় অতিশীকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে। জানা গিয়েছে, অতিশী ছাড়াও সৌরভ ভরদ্বাজ, ইমরান হুসেন, কৈলাশ গেহলটের নাম ছিল মুখ্যমন্ত্রী হওয়ার তালিকায়।