আজকাল ওয়েবডেস্ক : অনেকেই রয়েছেন যারা সপ্তাহের শেষের দিকে নিজেদের আর্থিক কাজগুলি সেরে রাখতে চান। এই কাজের মধ্যে অন্যতম রয়েছে ব্যাঙ্কের কাজ। আরবিআই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে মাসের কোন শনিবারগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্কের কাজ। নিয়ম অনুসারে প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাঙ্কের কাজ। তবে আজ ২১ ডিসেম্বর।

 

মানে হল এটি তৃতীয় শনিবার। তাই আজকের দিনে ব্যাঙ্ক খোলা থাকবে। দেশের প্রতিটি বড় শহর অর্থাৎ দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা সব জায়গায় খোলা থাকবে ব্যাঙ্ক। ডিসেম্বর মাস মানেই ছুটির মাস। দুয়ারে কড়া নাড়ছে বড়দিন। সেদিন গোটা দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা। এর পাশাপাশি ২৬,২৭,৩০ এবং ৩১ ডিসেম্বরও বন্ধ থাকবে ব্যাঙ্ক।

 

যারা এই দিনগুলি নিয়ে সঠিক তথ্য জানতে চান তারা আরবিআইয়ের ওয়েবসাইটে গিয়ে সঠিক তারিখগুলি জেনে নিতে পারেন। তবে এটা জেনে রাখা ভাল যে ব্যাঙ্ক ছুটির দিনগুলিতে সব ব্যাঙ্কেরই কিন্তু নেট ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকে। সেখানে আপনি ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে রেকারিং ডিপোজিট, সমস্ত লেনদেন এবং অন্য সমস্ত কাজই করতে পারেন।