আজকাল ওয়েবডেস্ক: ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান প্রথমবারের মতো নিশ্চিত করেছেন যে, ৭ মে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ভারতীয় বায়ুসেনা কিছু যুদ্ধবিমান খোয়া গেছে।
শনিবার সিঙ্গাপুরে শাংগ্রি-লা ডায়ালগে অংশ নেওয়ার সময় ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল চৌহান বলেন, “যুদ্ধবিমান হারানো নয়, বরং কেন হারানো হলো — সেটাই গুরুত্বপূর্ণ।” তিনি পাকিস্তানের সেই দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দেন যে, তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে, যার মধ্যে তিনটি রাফাল বিমান ছিল।
ভারতীয় বিদেশসচিব বিক্রম মিশ্রি ও এয়ার মার্শাল এ. কে. ভারতী আগেই সংঘর্ষের সময় ক্ষয়ক্ষতির ইঙ্গিত দিলেও নির্দিষ্ট তথ্য জানাতে অস্বীকার করেন। তবে জেনারেল চৌহান স্পষ্ট করেন, ভারত এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে দ্রুত কৌশলগত ভুল সংশোধন করে পরবর্তী অভিযানে সফলভাবে বিমান ব্যবহার করেছে। এই বিবৃতি এমন সময় এল যখন দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমার বদলে ক্রমেই নতুন মাত্রা নিচ্ছে।
