আজকাল ওয়েবডেস্ক : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তাঁর ডেপুটি কেশব মৌর্যর মধ্যের লড়াই তারিয়ে তারিয়ে উপভোগ করছে সমস্ত বিরোধী দল। বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, বিজেপিতে এখন মুষলপর্ব চলছে। হারের দায় কার ঘাড়ে চাপানো হবে তা নিয়ে চলছে দোষারোপের পালা।
উত্তর প্রদেশে বিজেপি লোকসভা নির্বাচনে ৮০ টি আসনের মধ্যে ৩৩ টি আসন জিতেছে। এরপরই যোগী-কেশব দ্বন্দ্ব সকলের সামনে প্রকট হয়ে পড়েছে। অখিলেশ আরও যোগ করেন, ক্ষমতার এই লড়াইতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর প্রদেশের সাধারণ মানুষ।
প্রসঙ্গত, লখনউতে বিজেপির ওয়ার্কিং কমিটির বৈঠকে মৌর্য বলেন সরকারের তুলনায় দল বড়। দলীয় কর্মীদের সমস্যা, আমার সমস্যা। কর্মীরাই দলের প্রধান সম্পদ। লোকসভা ভোটে যোগী আদিত্যনাথ যে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলেন তা নিয়েও সরব হন তাঁর ডেপুটি। যোগীর ভুল পথনির্দেশের ফলেই এখানে বহু আসন হারিয়েছে বিজেপি। এরপরই যোগী-মৌর্য সম্পর্ক নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যায়। দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও দীর্ঘসময় ধরে বৈঠক করেন মৌর্য। এই বৈঠকে উত্তর প্রদেশের বিজেপি চিফ ভূপেন্দ্র চৌধুরীও যোগদান করেন। এরপরই স্থির হয় লোকসভা ভোটের ফল নিয়ে পরে আলোচনা হবে। তার আগে উত্তর প্রদেশের ১০ টি আসনে উপ নির্বাচনকে ফোকাস করুক সেখানকার গেরুয়া শিবির।
উত্তর প্রদেশে বিজেপি লোকসভা নির্বাচনে ৮০ টি আসনের মধ্যে ৩৩ টি আসন জিতেছে। এরপরই যোগী-কেশব দ্বন্দ্ব সকলের সামনে প্রকট হয়ে পড়েছে। অখিলেশ আরও যোগ করেন, ক্ষমতার এই লড়াইতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর প্রদেশের সাধারণ মানুষ।
প্রসঙ্গত, লখনউতে বিজেপির ওয়ার্কিং কমিটির বৈঠকে মৌর্য বলেন সরকারের তুলনায় দল বড়। দলীয় কর্মীদের সমস্যা, আমার সমস্যা। কর্মীরাই দলের প্রধান সম্পদ। লোকসভা ভোটে যোগী আদিত্যনাথ যে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলেন তা নিয়েও সরব হন তাঁর ডেপুটি। যোগীর ভুল পথনির্দেশের ফলেই এখানে বহু আসন হারিয়েছে বিজেপি। এরপরই যোগী-মৌর্য সম্পর্ক নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যায়। দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও দীর্ঘসময় ধরে বৈঠক করেন মৌর্য। এই বৈঠকে উত্তর প্রদেশের বিজেপি চিফ ভূপেন্দ্র চৌধুরীও যোগদান করেন। এরপরই স্থির হয় লোকসভা ভোটের ফল নিয়ে পরে আলোচনা হবে। তার আগে উত্তর প্রদেশের ১০ টি আসনে উপ নির্বাচনকে ফোকাস করুক সেখানকার গেরুয়া শিবির।
