আজকাল ওয়েবডেস্ক: প্লাস্টিকের ব্যাগ নিয়ে বড় সিদ্ধান্ত। এবার থেকে সমস্ত প্লাস্টিকের ক্যারি ব্যাগ, প্লাস্টিকের প্যাকেজ করা ব্যাগে সেই প্লাস্টিক কতটা পুরু সেটা লেখা থাকবে। এখানেই শেষ নয় যে ব্যক্তি বা সংস্থা সেই ব্যাগটি তৈরি করেছেন তার বিস্তারিত বিবরণ থাকবে বারকোডে। এই নিয়ম চালু হয়ে যাবে ১ জুলাই থেকে।

 


এই নতুন নিয়ম জারি করেছে কেন্দ্রীয় পরিবেশ দপ্তর। তারা জানিয়েছে প্লাস্টিক নিয়ে তারা এবার কড় হাতে আসরে নামতে চলেছে। প্রতিটি প্লাস্টিক তৈরির প্রতিষ্ঠানকে এই নিয়ম মেনে চলতে হবে। ১২০ মাইক্রনের কম যেন না হয় সেদিকে সকলকে নজর রাখতে হবে। 

 


যেভাবে দেশের বিভিন্ন প্রান্তে প্লাস্টিক দূষণ বাড়ছে সেখান থেকে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সকলেই। যেখানেই এই নিয়ম মানা হবে না সেখানে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। ১৯৮৬ সালে প্লাস্টিক আইন অনুসারে এবিষয়ে আগেই নির্দেশিকা জারি করা হয়েছিল। তবে তাকে ডোন্ট কেয়ার মনোভাব দেখায় সকলেই। তবে এবার আর ছাড় নয়। সমস্ত নিয়ম মানতে হবে সকলকেই। 


যদি সঠিকভাবে এই নিয়ম না মেনে চলা হয় তাহলে অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে কড়া জরিমানা করা হবে। প্রয়োজনে তার প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারেন পরিবেশ মন্ত্রক। যদি প্লাস্টিকের ব্যাগে বারকোড না থাকে তাহলে সেই সংস্থাকে ডেকে পাঠানো হবে। তারপর তার কাছ থেকে সমস্ত হিসাব নেওয়া হবে। 


প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে এবার গোটা দেশে এই নিয়ম চালু করা হবে। যদি প্লাস্টিকের ব্যাগে বা প্যাকেজে বারকোড না থাকে তাহলে সেই সংস্থা পরিবেশ দপ্তরের নজরে পড়বে। তখন তাকে উপযুক্ত জরিমানা করা হবে। দেশের বিভিন্ন অংশে প্লাস্টিক দূষণ নিয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। কোনওভাবেই যাতে প্লাস্টিক দূষণ না ঘটে সেদিকে জোর দেওয়া হবে। গোটা দেশেই দ্রুত এই নিয়ম চালু করা হবে।