আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার আবারও এয়ার ইন্ডিয়ার একাধিক বিমানে বোমা হামলার হুমকি। কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর দুইটি বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। যার মধ্যে একটি ভিন দেশে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ জয়পুর থেকে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কিন্তু বেঙ্গালুরুগামী বিমানটি মাঝ আকাশে থাকাকালীন বোমা হামলার হুমকি দেওয়া ফোন পায়। তড়িঘড়ি করে অযোধ্যা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানোর পরেও কোনও বোমার সন্ধান পাওয়া যায়নি। বিমানটিতে ১৩৯ জন যাত্রী ছিলেন। বোমা হামলার হুমকির জেরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।
এদিন নিউ দিল্লি থেকে শিকাগোগামী আরও একটি এয়ার ইন্ডিয়ার বিমান বোমাতঙ্ক ছড়ায়। বোমা হামলার হুমকি পেয়ে বিমানটি ঘুরপথে কানাডার এক প্রত্যন্ত জায়গায় ইক্যালুইট বিমানবন্দরে অবতরণ করে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, যাত্রীবাহী বিমানটি এখনও কানাডাতেই রয়েছে। বোমা হামলার হুমকি পাওয়ার পর যাত্রীদের নামিয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছে। এখনও পর্যন্ত কোনও বোমার সন্ধান মেলেনি।
অনুমান করা হচ্ছে, প্রতিটি বিমানেই বোমাতঙ্ক ছড়াতেই ভুয়ো হুমকি দেওয়া হয়েছে। তদন্ত চালাচ্ছে পুলিশ। প্রসঙ্গত, রবিবার রাতে মুম্বই থেকে নিউ ইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। মাঝ আকাশ থেকে তড়িঘড়ি করে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটির।
