আজকাল ওয়েবডেস্ক: বুধবারের দুপুর। গুজরাটের আমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছিল এয়ার ইন্ডিয়ার বিমান ‘এআই১৭১’। ওই বিমানের ১২ জন কর্মীর পরিচয় জানা গিয়েছে ইতিমধ্যে। তাঁরা হলেন- সুমিত সাভারওয়াল, ক্লাইভ রতনজীব কুন্ডার, অপর্না অমল মহাদিক, শ্রদ্ধা মহাদেব ধাওয়ান, দীপক বালাসাহেব পাঠক, ইরফান  সমীর শেখ, লাললুন্থিয়েম সিংসন, সায়নীতা চক্রবর্তী, এনগান্থোই শর্মা, মোইথিলী মোরেশ্বর, মনীষা থাপা, রোশনি রাজেন্দ্র সোনগার।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিমানটি উড়ানের কয়েকমিনিট পরেই তা স্থানীয় সরকারি মেডিক্যাল কলেজের ছাত্রাবাসের দেওয়াল ভেঙে ঢুকে পড়ে। বেশকিছু ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে, সেই সময় হোস্টেলের বেঞ্চে খাবারের থালা। সেই অবস্থাতেই সব শেষ। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ৫০ থেকে ৬০জন ছাত্র থাকতেন সেখানে। শেষ পাওয়া খোবর অনুযায়ী, অন্তত ১২জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। 

এয়ার ইন্ডিয়া অর্থাৎ ওই বিমান সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই বিমানে ২৪২ জন যাত্রী এবং ১২জন ক্রু মেম্বার ছিলেন। যাত্রিদের মধ্যে কে কোন দেশে ছিলেন, জানানো হয়েছে তাও। বিমান সংস্থা জানিয়েছে, ওই বিমানে ১৬৯জন ভারতীয়, ৫৩জন ব্রিটিশ, ১জন কানাডিয়ান এবং ৭জন পর্তুগিজ ছিলেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া যাত্রীদের জন্য একটি হটলাইন নম্বর ১৮০০ ৫৬৯১ ৪৪৪ প্রদান করেছে।