আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দরের কাছে মেঘানিনগর এলাকায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান ভেঙে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানটিতে ২৫০ জন যাত্রী ছিলেন।  প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিমানটি বৃহস্পতিবার দুপুর ১টা ১৭ নাগাদ উড়ান দেয়, ঠিক তার কয়েকমিনিট পরেই বিপর্যয় ঘটে। সম্ভাব্য ১টা ৪৮ নাগাদ ভেঙে পড়ে বিমানটি। 

?ref_src=twsrc%5Etfw">June 12, 2025

 

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রায় ২৫০জনকে নিয়ে ওই বিমানটি ভেঙে পড়ে একটি বাড়ির উপর। টুকরো টুকরো হয়ে যায় বিমানটি। জ্বলে গিয়েছে ওই বাড়িটি, আশেপাশের বাড়িতে, গাড়িতে এমনকী গাছেও আগুন ধরে যায় বলে জানা গিয়েছে। 

 

?ref_src=twsrc%5Etfw">June 12, 2025

 

দুর্ঘটনার খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে।