আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনা। আবেদাবাদ থেকে লন্ডনগামী বিমান, উড়ানের কিছুক্ষণেই ভেঙে পড়ে। আগুন ধরে যায় যাত্রীবাহী বিমানে, জ্বলে যায় আশেপাশের গাড়ি বাড়ি। এয়ার ইন্ডিয়া অর্থাৎ ওই বিমান সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই বিমানে ২৪২ জন যাত্রী এবং ১২জন ক্রু মেম্বার ছিলেন। যাত্রিদের মধ্যে কে কোন দেশে ছিলেন, জানানো হয়েছে তাও। বিমান সংস্থা জানিয়েছে, ওই বিমানে ১৬৯জন ভারতীয়, ৫৩জন ব্রিটিশ, ১জন কানাডিয়ান এবং ৭জন পর্তুগিজ ছিলেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া যাত্রীদের জন্য একটি হটলাইন নম্বর ১৮০০ ৫৬৯১ ৪৪৪ প্রদান করেছে।
The tragedy in Ahmedabad has stunned and saddened us. It is heartbreaking beyond words. In this sad hour, my thoughts are with everyone affected by it. Have been in touch with Ministers and authorities who are working to assist those affected.
— Narendra Modi (@narendramodi)Tweet by @narendramodi
এয়ার ইন্ডিয়ার পরিচালন সংস্থা টাটার পক্ষ থেকে ইতিমধ্যে বড় বার্তা দেওয়া হয়েছে। টাটা চেয়ারম্যান এন. চন্দ্রশেখরন বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।একই সঙ্গে তিনি জানান, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য হল ক্ষতিগ্রস্ত সকল মানুষ এবং তাদের পরিবারকে সহায়তা করা। আমরা ঘটনাস্থলে জরুরি প্রতিক্রিয়া দলগুলিকে সহায়তা করার জন্য এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সকল সহায়তার জন্য আমাদের আয়ত্তের মধ্যে সবকিছু করছি। অন্যদিকে অসামরিক বিমান পরিবহন দপ্তর একটি হেল্পলাইন নম্বর চালু করেছে।
সূত্রের খবর, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে সমস্ত সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
