আজকাল ওয়েবডেস্ক: পরনে শাড়ি, মাথায় ঘোমটা। কপালে সিঁদুর। চিরাচরিত ধুতি, পাঞ্জাবি পরে নয়, রীতিমতো শাড়ি পরে গরবা নাচে অংশ নেন পুরুষরা। দীর্ঘ ২০০ বছরের পুরনো অভিশাপ ঘোচাতেই কয়েক দশক ধরেই এই নিয়ম নিষ্ঠা সহকারে পালন করেন তাঁরা। কোন রাজ্যে পালিত হয় এই নিয়ম?
গুজরাটের পুরনো আহমেদাবাদে বারোট সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। বারোট সম্প্রদায়ের পুরুষরা শাড়ি পরে গরবা নাচেন। নবরাত্রির অষ্টমতম রাতে শাড়ি পরে গরবা নাচে অংশ নেন বারোট সম্প্রদায়ের সকল পুরুষরা। পূর্বপুরুষদের অভিশাপ ঘোচাতে, সংসারে সুখ, সমৃদ্ধি ও সন্তানদের মঙ্গল কামনায় পুরুষরা এই নিয়ম পালন করছেন বছরের পর বছর। এটি শেরী গরবা নামে পরিচিত।
নবরাত্রির সময় বারোট সম্প্রদায়ের পুরুষরা সদু মাতা মন্দিরে পুজো করেন। কথিত আছে, সাদু বেন নামের এক মহিলা সুরক্ষা চেয়েছিলেন বারোট সম্প্রদায়ের পুরুষদের কাছে। সুরক্ষা দেওয়া তো দূর অস্ত, সাদু বেনের সন্তানকেও মেরে ফেলা হয়। কয়েকশো বছর আগেরকার সেই নৃশংস ঘটনার জেরে, রাগে, ক্ষোভে বারোট সম্প্রদায়ের পুরুষদের অভিশাপ দিয়েছিলেন সাদু বেন। সেই অভিশাপ ঘোচাতেই শেরী গরবা নাচেন পুরুষরা।
আহমেদাবাদের সাদু মাতা নি পোল নামক জায়গায় হাজার মানুষ থাকেন। ওই এলাকাতেই বারোট সম্প্রদায়ের পুরুষরা অষ্টমীর রাতে মন্দিরে পুজো দেন। তারপর শাড়ি পরে গরবা নাচে অংশ নেন।
