আজকাল ওয়েবডেস্ক: ফের পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন। অমৃতসরে সকাল থেকেই জারি হল রেড অ্যালার্ট। ঘনঘন বাজছে সাইরেন। শুনশান রাস্তাঘাট। কড়া নিরাপত্তায় মোড়া গোটা শহর। এই পরিস্থিতিতে আবারও সাধারণ নাগরিকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জেলাশাসকের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার সকালে অমৃতসরের জেলাশাসক নির্দেশিকায় জানিয়েছেন, 'আপনাদের সুবিধার্থে ভোর পাঁচটা থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে। এখনও লাল সতর্কতা জারি রয়েছে। যেকোনও মুহূর্তে সাইরেন বাজতে পারে। সকলেই বাড়ির মধ্যে থাকুন। ঘর থেকে বেরোবেন না। জানলার কাছেও যাবেন না। আতঙ্কিত হবেন না। গ্রিন সিগন্যাল পেলেই আপনাদের জানানো হবে।'
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা করে পাকিস্তান। তবে ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, অমৃতসরের বিমানবন্দরের কোনও ক্ষতি হয়নি। আকাশেই ধ্বংস করা হয়েছে ড্রোনগুলি। বৃহস্পতিবার রাত থেকেই জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানে ড্রোন ও মিসাইল হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। এই পরিস্থিতিতে লাল সতর্কতা জারি করা হয় অমৃতসরেও। বৃহস্পতিবার রাত থেকে একটানা ব্ল্যাক আউট এই শহরে।
শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি কার্যকর বলে ঘোষণা করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। এরপর রাত ন'টা থেকেই ফের সাইরেন বাজতে শুরু করে অমৃতসরে। আবারও ব্ল্যাক আউট করা হয় গোটা শহরে। সকলকে বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়। গতকাল রাত থেকেই ফের বাড়তি সতর্কতা অবলম্বন করে, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
