আজকাল ওয়েবডেস্ক: ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI) আদানি গ্রুপের পরিচালক ও গৌতম আদানির ভাইপো প্রণব আদানির বিরুদ্ধে ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগ এনেছে। সেবির তদন্ত অনুযায়ী, ২০২১ সালে আদানি গ্রিনের সফটব্যাংক-সমর্থিত এসবি এনার্জি অধিগ্রহণ সংক্রান্ত গোপন তথ্য প্রণব আদানি তার শ্যালক কুনাল শাহকে জানিয়ে দিয়েছিলেন।
এই তথ্য জানার পর কুনাল ও তাঁর ভাই নৃপাল শাহ আদানি গ্রিনের শেয়ারে লেনদেন করে প্রায় ৯০ লক্ষ টাকা লাভ করেন বলে সেবির নথিতে উল্লেখ আছে।
প্রণব আদানি রয়টার্সকে জানিয়েছেন, তিনি অভিযোগ স্বীকার না করেই বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করছেন। অন্যদিকে, শাহ ভাইয়েরা দাবি করেছেন, তারা কোনও গোপন তথ্যের ভিত্তিতে লেনদেন করেননি।
এই অভিযোগ এমন সময় এলো যখন আগেই গৌতম আদানি ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। আদানি গ্রুপ এসব অভিযোগ অবশ্য অস্বীকার করেছে।
সেবির নিষ্পত্তি প্রক্রিয়া পর্যালোচনা শেষে প্রণব আদানির আবেদন বিবেচনা করা হবে।
