আজকাল ওয়েবডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। ৫৩ বছর বয়সী সঞ্জয় বৃহস্পতিবার পোলো খেলছিলেন, তখন তিনি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসা ব্যবস্থা থাকলেও সাড়া দেননি এই ব্যবসায়ী। 

২০০৩ সালে দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর। তাঁদের দু'টি সন্তান রয়েছে, সামাইরা ও কিয়ান। দশ বছর একসঙ্গে থাকার পর, কারিশমা ও সঞ্জয় আলাদা থাকতে শুরু করেন। ২০১৬ সালে এই দম্পতির আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়। পরে, সঞ্জয় প্রিয়া সচদেবকে বিয়ে করেছিলেন।

২০১৪ সালে করিশ্মা কাপুর তাঁর প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন। এমনকি মধুচন্দ্রিমার সময় তাঁকে নিলামে তোলার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগও তুলেছিলেন। যা নিয়ে হইচই পড়ে গিয়েছিল। 

জানা গিয়েছে যে, করিশ্মা তাঁর মা ববিতা কাপুরের ক্রমাগত জেদাজেদির ফলে ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অন্যদিকে, তাঁর বাবা রণধীর কাপুর সর্বদা এই বিবাহের বিরুদ্ধে ছিলেন বলেই খবর। সংবাদ মাদ্যমের সঙ্গে আলাপচারিতায়, রণধীর সঞ্জয়কে 'তৃতীয় শ্রেণীর মানুষ' বলে অভিহিত করেছিলেন। বিবাহবিচ্ছেদের পর, আদালতের নির্দেশে কারিশ্মা তাঁর বাচ্চাদের নিজের কাছে রেখেছেন।