আজকাল ওয়েবডেস্ক: মুম্বই হিট অ্যান্ড রান মামলায় ফের নতুন চমক। অভিযুক্ত মিহির শাহের রক্ত এবং মূত্রের নমুনায় নেই কোনও মদ্যপানের নমুনা। এই পরীক্ষাটি দুর্ঘটনার দুদিন পরে করা হয়েছিল। ৭ জুলাই মুম্বইয়ের হিট অ্যান্ড রান মামলার ঘটনাটি ঘটে। অভিযুক্ত মিহির শাহ বিএমডাব্লু দিয়ে দুই বাইক আরোহীকে ধাক্কা মারেন।
সেদিন ধাক্কার জেরে মারা যায় ৪৫ বছরের কাবেরী নাখাওয়া। তাঁকে টেনে নিয়ে যাওয়া হয় দেড় কিলোমিটার। তাঁর স্বামী প্রদীপ নাখাওয়া গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পুলিশ ৫৮ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে। অভিযুক্ত ২৪ বছর বয়সি মিহির শাহ মহারাষ্ট্রের শাসক জোটের সদস্য শিন্ডেসেনার নেতা রাজেশ শাহের পুত্র।
এবার ফের এই নমুনা নিয়ে উঠে গেল নতুন প্রশ্নচিহ্ন। যদিও জেরার সময় খোদ মিহির জানিয়েছিল সে সেদিন মদ্যপ অবস্থাতেই ছিল। তাহলে এই পরিস্থিতি কেন হবে ? মিহিরের সঙ্গে তার গাড়ির চালকও সেদিন গ্রেপ্তার হয়েছিলেন। দুজনেই বর্তমানে জেল হেপাজতে রয়েছেন।
সেদিন ধাক্কার জেরে মারা যায় ৪৫ বছরের কাবেরী নাখাওয়া। তাঁকে টেনে নিয়ে যাওয়া হয় দেড় কিলোমিটার। তাঁর স্বামী প্রদীপ নাখাওয়া গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পুলিশ ৫৮ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে। অভিযুক্ত ২৪ বছর বয়সি মিহির শাহ মহারাষ্ট্রের শাসক জোটের সদস্য শিন্ডেসেনার নেতা রাজেশ শাহের পুত্র।
এবার ফের এই নমুনা নিয়ে উঠে গেল নতুন প্রশ্নচিহ্ন। যদিও জেরার সময় খোদ মিহির জানিয়েছিল সে সেদিন মদ্যপ অবস্থাতেই ছিল। তাহলে এই পরিস্থিতি কেন হবে ? মিহিরের সঙ্গে তার গাড়ির চালকও সেদিন গ্রেপ্তার হয়েছিলেন। দুজনেই বর্তমানে জেল হেপাজতে রয়েছেন।
