আজকাল ওয়েবডেস্ক: পরপর মৃত্যু, একইভাবে। শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে মৃত্যু ঘটেছে পরপর। ঘটনাস্থল উত্তরপ্রদেশ। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, প্রায় একই বয়সের মহিলার, পরপর একইভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে। আর তার পরেই আতঙ্ক শুরু হয়েছে সিরিয়াল কিলারের।
পুলিশ ঘটনা প্রসঙ্গে জানিয়েছে, প্রায় সকলকেই শ্বাসরোধ মারাখুন করা হয়েছে এবং বেশিরভাগ মহিলাকে তাঁদের নিজদের শাড়ি দিয়েই শ্বাসরোধে ঘটনা ঘটেছে। একই ভাবে গত ১৩ মাসে ৯ জনের মৃত্যু হয়েছে।
সর্বভারতীয় এক সংবাদ সংস্থা জানাচ্ছে, শাহী, শেরগড়, শীষগড় থানা এলাকার ৪০ থেকে ৬৫, এই বয়সের ৮ মহিলার দেহ আখের ক্ষেতে উদ্ধার হয়েছে। সঙ্গেই জানানো হয়েছে, এই ৮ ঘটনার কোনওটিতেই যৌন নির্যাতনের কোনও চিহ্ন পাওয়া যায়নি। কিন্তু পরনের পোশাক এলোমেলো ছিল। পুলিশ জানাচ্ছে, এই আট ঘটনায় প্রায় সব ক্ষেত্রেই পরিহিত শাড়ি দিয়েই খুনের ঘটনা ঘটেছে।
গতবছর জুনে পরপর এই ধরনের তিনটি খুন হয়। জুলাই, আগস্ট,অক্টোবরে একটি করে এবং নভেম্বরে দুটি খুনের ঘটনা ঘটে। আটনম্বর খুনের ঘটনা ঘটার পর, বিপুল সংখ্যায় পুলিশ ১৪টি দলে ভাগ হয়ে একাধিক এলাকায় নজরদারি শুরু করে। যদিও তারপর এর খুনের ঘটনা ঘটেনি, অপরাধীকেও ধরা যায়নি। ফের আগস্টে খুনের ঘটনা ঘটে। পরপর একই ঘটনা ঘটার পর, পুলিশ ধারনা করে, কোনও এক ব্যক্তি এই ঘটনা ঘটাচ্ছে।
যেসব এলাকায় এই খুনের ঘটনাগুলি ঘটেছে, সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশ সন্দেহভাজন হিসেবে তিনজনের স্কেচ প্রকাশ করেছে। তিনটি নম্বর, ৯৫৫৪৪০২৫৪৯, ৯২৫৮২৫৬৯৬৯ নম্বর দেওয়া হয়েছে। ওই সন্দেহভাজনদে সম্পর্কে কোনও তথ্য থাকলে জানানোর জন্য।
পুলিশ ঘটনা প্রসঙ্গে জানিয়েছে, প্রায় সকলকেই শ্বাসরোধ মারাখুন করা হয়েছে এবং বেশিরভাগ মহিলাকে তাঁদের নিজদের শাড়ি দিয়েই শ্বাসরোধে ঘটনা ঘটেছে। একই ভাবে গত ১৩ মাসে ৯ জনের মৃত্যু হয়েছে।
সর্বভারতীয় এক সংবাদ সংস্থা জানাচ্ছে, শাহী, শেরগড়, শীষগড় থানা এলাকার ৪০ থেকে ৬৫, এই বয়সের ৮ মহিলার দেহ আখের ক্ষেতে উদ্ধার হয়েছে। সঙ্গেই জানানো হয়েছে, এই ৮ ঘটনার কোনওটিতেই যৌন নির্যাতনের কোনও চিহ্ন পাওয়া যায়নি। কিন্তু পরনের পোশাক এলোমেলো ছিল। পুলিশ জানাচ্ছে, এই আট ঘটনায় প্রায় সব ক্ষেত্রেই পরিহিত শাড়ি দিয়েই খুনের ঘটনা ঘটেছে।
গতবছর জুনে পরপর এই ধরনের তিনটি খুন হয়। জুলাই, আগস্ট,অক্টোবরে একটি করে এবং নভেম্বরে দুটি খুনের ঘটনা ঘটে। আটনম্বর খুনের ঘটনা ঘটার পর, বিপুল সংখ্যায় পুলিশ ১৪টি দলে ভাগ হয়ে একাধিক এলাকায় নজরদারি শুরু করে। যদিও তারপর এর খুনের ঘটনা ঘটেনি, অপরাধীকেও ধরা যায়নি। ফের আগস্টে খুনের ঘটনা ঘটে। পরপর একই ঘটনা ঘটার পর, পুলিশ ধারনা করে, কোনও এক ব্যক্তি এই ঘটনা ঘটাচ্ছে।
যেসব এলাকায় এই খুনের ঘটনাগুলি ঘটেছে, সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশ সন্দেহভাজন হিসেবে তিনজনের স্কেচ প্রকাশ করেছে। তিনটি নম্বর, ৯৫৫৪৪০২৫৪৯, ৯২৫৮২৫৬৯৬৯ নম্বর দেওয়া হয়েছে। ওই সন্দেহভাজনদে সম্পর্কে কোনও তথ্য থাকলে জানানোর জন্য।
