আজকাল ওয়েবডেস্ক: এককালে দেশের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন। অবসরের পর এবার নিজের স্বপ্নপূরণের পালা। ঘরে বসে না থেকে খাবারের দোকান খুললেন ৮০ বছরের প্রাক্তন সেনা আধিকারিক। রাস্তার ধারেই তাঁর ছোট্ট ফুড স্টল। নিজের হাতে রান্না করে, নিজের হাতেই পরিবেশন করেন। সন্ধে হলেই সেই ফুড স্টলে উপচে পড়ে ভিড়। এবার সোশ্যাল মিডিয়াতেও তাঁকে নিয়ে জোর চর্চা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ৮০ বছর বয়সি প্রাক্তন সেনা আধিকারিকের ফুড স্টলটি মধ্যপ্রদেশের ইন্দোরে রয়েছে। এক যুবক সেই খাবারের স্টলের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনিই জানিয়েছেন, ইন্দোরের খাজরানা রোডের চন্দ্রলোক কলোনিতে মর্ডান গিফট স্টোরের উল্টোদিকেই এই ফুড স্টল।
যুবককে বৃদ্ধা জানিয়েছিলেন, সেনাবাহিনী থেকে অবসরের পরেই ফুড স্টলটি খুলেছিলেন তিনি। কিন্তু বিয়ে করেননি কেন? উত্তরে বৃদ্ধা জানিয়েছেন, 'বিয়ে করলে আমার স্বপ্নপূরণ হত না!' প্রাক্তন সেনা আধিকারিক জানিয়েছেন, নিজস্ব ফুড স্টল খোলার ইচ্ছে ছিল দীর্ঘদিনের। চাকরি থেকে অবসর নেওয়ার পরেই স্বপ্নপূরণ করেছেন তিনি।
ইতিমধ্যেই ভিডিওটি ৩.২ মিলিয়ন মানুষ দেখেছেন। হাজার হাজার কমেন্টে ভরে গিয়েছে মূল পোস্টটি। একজন লিখেছেন, 'সত্যিই উদ্বুদ্ধ করলেন!' আরেকজন লিখেছেন, 'সব মেয়েদের আপনাকে দেখে শেখা উচিত!'
