আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানের উদয়পুরে ভয়াবহ ঘটনা। জানা গিয়েছে, উদয়পুরে ৮ বছরের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। রবিবার সন্ধ্যায় এই ভয়াবহ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকার বাড়ির পাশেই এক ঝোপের আড়ালে অভিযুক্ত এই নৃশংস ঘটনা ঘটায়। আসলে কী ঘটেছিল? পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে সন্ধ্যা প্রায় ৭.৩০ নাগাদ। ওই নাবালিকা তার বাড়ির পাশেই বন্ধুদের সঙ্গে ঘুরছিল। সেই সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে ওই নাবালিকার পথ আটকায় এবং তাকে সঙ্গে যেতে বলে।

নাবালিকা যেতে রাজি না হওযায় ওই ব্যক্তি তাকে জোর করে পাশের এক ঝোপের আড়ালে তুলে নিয়ে যায়। ওই ঝোপের আড়ালে নিয়ে গিয়ে নাবালিকার মুখ চেপে ধরে ভয় দেখিয়ে তাকে নৃশংস ভাবে ধর্ষণ করে। গোটা ঘটনার ভয়াবহতা শুনে আঁতকে উঠেছেন স্থানীয় বাসিন্দারাও। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অন্যদিকে, ঘটনার পর ওই নাবালিকা বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে পরিবারের সদস্যদের সব জানায়। সঙ্গে সঙ্গে তাকে মহারানা ভূপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: সাগরে কালই ফের তৈরি হবে নিম্নচাপ! মঙ্গলে পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি, লাল সতর্কতা

চিকিৎসকরা জানিয়েছেন, ওই নাবালিকার শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। তবে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সোমবার সকালে শতাধিক গ্রামবাসী ডাবক থানার সামনে বিক্ষোভে ফেটে পড়ে। তাদের দাবি, জরুরি ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। ক্ষুব্ধ জনতা এসডিএম, পুলিশ ভ্যান, এমনকি বাসও ভাঙচুর করে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পাশাপাশি হাইওয়ের সার্ভিস রোড অবরোধ করে দেয় স্থানীয় বাসিন্দারা।

যার ফলে দীর্ঘ যানজট তৈরি হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হলে তা নিয়ন্ত্রণে আনতে তিনটি থানার পুলিশ মোতায়েন করা হয় ঘটনাস্থলে। হালকা বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ফরেনসিক দল ও ডগ স্কোয়াড ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে, পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ নিশ্চিত করেছে, অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত চালানো হচ্ছে। উল্লেখ্য, কিছুদিন আগে ওড়িশায় নাবালিকাকে গণধর্ষণের চেষ্টা করে প্রেমিক ও তার বন্ধুরা মিলে।

হেনস্থার মুখে পড়লেও পালিয়ে বাঁচতে পেরেছে সে। অপহরণ ও গণধর্ষণের চেষ্টার মামলা রুজু হয়েছে পাঁচজনের বিরুদ্ধে। নাবালিকাকে অপহরণ করার অভিযোগ রয়েছে তার প্রেমিকের বিরুদ্ধে। অভিযোগ, অপহরণের পর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল সে। সেখানে ওই অভিযুক্ত তরুণ ও তার চার বন্ধু মিলে গণধর্ষণ করার চেষ্টা করে নাবালিকাকে। কোনও রকমে পালিয়ে বাড়িতে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা পরিবারকে জানায় সে। সেদিনই উদালা থানায় নাবালিকার প্রেমিক ও তার চার বন্ধুর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।

ঘটনার পর থেকে পাঁচজনেই পলাতক ছিল। অভিযোগের ভিত্তিতে নাবালিকার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। অভিযুক্ত আরও চারজন বর্তমানে পলাতক। তাদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। ৭ আগস্ট পুলিশ জানিয়েছে, ওড়িশার আঙ্গুল জেলাতেই এক আদিবাসী তরুণী গণধর্ষণের শিকার হয়েছে। তিনজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন তিনি। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে দুই নাবালক সহ তিনজনকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ।