আজকাল ওয়েবডেস্ক: ইন্দোরের ধর্ষণের ঘটনার নয়া মোড়। ৩৪ বছরের তরুণীকে ধর্ষণ কাণ্ডে এবার পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে এফ আই আর দায়ের করল পুলিশ। মঙ্গলবার অভিযোগ দায়ের করার কথা জানালেও পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। তল্লাশি অভিযান চলছে।
ধর্ষণের ঘটনাটি ঘটেছিল ১১ জুন। নির্যাতিতা জানিয়েছেন, পাঁচজন মিলে তাঁকে অপহরণ করে একটি গোডাউনে নিয়ে যায়। তারপর বিবস্ত্র করে বেধড়ক মারধর করে। সেখানেই বিবস্ত্র অবস্থায় আধ ঘণ্টা তাঁকে নাচ করতে জোর করে। এরপর টেলিভিশনে অশ্লীল ভিডিও দেখে একে একে পাঁচজন মিলে ধর্ষণ করে তাঁকে। রাতভর যৌন নির্যাতনের শিকার হন তিনি।
এই ঘটনার এক মাস পেরিয়ে যাওয়ার পর থানায় অভিযোগ জানিয়েছিলেন তরুণী। ১৭ জুলাই কানাডিয়া থানায় অভিযোগ জানালেও, কোনও এফ আই আর দায়ের করেনি পুলিশ। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে হাইকোর্টে পিটিশন জমা দেন নির্যাতিতা। এরও একমাস পর ১৪ আগস্ট মধ্য প্রদেশ হাই কোর্ট পুলিশকে নির্দেশ দেয়, ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। দোষীদের গ্রেপ্তার করতে হবে দ্রুত।
হাই কোর্টের নির্দেশের ১৯ দিন পর নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে এফ আই আর দায়ের করল পুলিশ। তিন মাস পেরিয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ। ঘটনাটি ঘিরে তোলপাড় গোটা ইন্দোর।
