আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর ও পাকিস্তান-সমর্থক পোস্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। গত এক সপ্তাহে অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে "রাষ্ট্রবিরোধী" ও "ভ্রান্তিকর" পোস্টের অভিযোগে।

পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত ৪০টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শনাক্ত করে সেগুলি ব্লক করার প্রক্রিয়া শুরু হয়েছে।

বেয়ারিলিতে এক ব্যক্তি, ফকরুদ্দিন, ইনস্টাগ্রামে পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করে ভিডিও শেয়ার করায় গ্রেপ্তার হন। শাহজাহানপুরে ভুয়ো জঙ্গি হামলার ভিডিও পোস্ট করায় তিনটি আইডির বিরুদ্ধে মামলা হয়েছে।

সম্ভালে জামাত আলিকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ তিনি দাবি করেছিলেন পাকিস্তান ভারতের রাফাল বিমান ধ্বংস করেছে। মীরাট, মুজফফরনগর, আজমগড় ও বাঘপতে আরও কয়েকজনকে পাকিস্তান সমর্থক পোস্টের কারণে আটক করা হয়েছে।

পুলিশ ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে এবং রাষ্ট্রের ঐক্য ও অখণ্ডতা বিপন্ন করার মত যেকোনো প্রচেষ্টা দমন করার কথা জানিয়েছে।