আজকাল ওয়েবডেস্ক: একটি মাত্র রিল। তাতেই ৫৫৪ মিলিয়ন ভিউজ। বিশ্বের তাবড় তারকাদের রিল, ছবিকে ছাপিয়ে নজর কাড়ল ২১ বছরের তরুণের এক কীর্তি। বিশ্বজুড়ে ৫৫৪ মিলিয়ন মানুষ রিলটি দেখেছেন এখনও পর্যন্ত। যা ইনস্টাগ্রামের দুনিয়ায় সর্বোচ্চ। একটি রিলের হাত ধরেই বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় তরুণ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মহম্মদ রিজওয়ান ফুটবল খেলতে ভালবাসেন। ২১ বছর বয়সি তরুণ কেরলের বাসিন্দা। আদতে ফুটবলার তিনি। ফ্রি স্টাইল ফুটবল খেলা নিয়ে প্রচুর ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন। তেমনই একটি ভিডিও ভাইরাল হয় বিশ্বজুড়ে। 

 

ভিডিওটিতে দেখা গিয়েছে, কেরলের মালাপ্পুরমের একটি ঝর্ণার সামনে দাঁড়িয়ে তিনি। এক পায়ে ফুটবলে ধাক্কা দিয়েই ঝর্ণার পিছনে পাথরের মাঝে পাঠিয়ে দেন তিনি। যা দেখে চমকে গেছেন নেটিজেনরা। ভিডিওটিতে ৫৫৪ মিলিয়ন ভিউজ, ২.২ মিলিয়ন লাইকস রয়েছে। এই ভাইরাল ভিডিওর কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ডে জায়গা করে নিলেন রিজওয়ান। 

 

ইনস্টাগ্রামে তাঁর ১.৭ মিলিয়ন ফলোয়ার রয়েছে। নিত্যদিন ফুটবল খেলার নানা কেরামতির ভিডিও তিনি পোস্ট করেন। বিশ্বরেকর্ড গড়ার পর আবারও সেই ঝর্ণার সামনে দাঁড়িয়ে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেই ঝর্ণার সামনে দাঁড়িয়ে বিশ্বরেকর্ডের সার্টিফিকেট এবং ফুটবল হাতে নিয়ে নেটিজেনদের কৃতজ্ঞতা জানিয়েছেন।