আজকাল ওয়েবডেস্ক: কোটায় নিটের প্রস্তুতি চলাকালীন অবসাদে আত্মঘাতী আরও এক পড়ুয়া। ঘর থেকে উদ্ধার তাঁর ঝুলন্ত দেহ। মৃতের নাম, আশুতোষ চৌরাসিয়া। ২০ বছর নিট পড়ুয়া আদতে উত্তরপ্রদেশের মির্জাপুরের বাসিন্দা। নিটের প্রস্তুতির জন্য রাজস্থানের কোটায় এসে একটি ভাড়া বাড়িতে থাকতেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার ঘরেই ছিলেন আশুতোষ। কিন্তু বিকেলের পর তাঁর আর সাড়া পাওয়া যায়নি। পরিবারের তরফে একাধিকবার যোগাযোগ করা হলেও, সাড়া দেননি আশুতোষ। পরিবারের থেকে খবর পেয়েই আশুতোষের খোঁজ নিতে যান বাড়ির মালিক। কিন্তু তাঁর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। অবশেষে পুলিশে খবর দেওয়া হয়।
রাত সাড়ে ১১টা নাগাদ ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। ঘর থেকে আশুতোষের ঝুলন্ত দেহ উদ্ধার করে তারা। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে পুলিশের অনুমান, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন পড়ুয়া। পড়াশোনার অত্যধিক চাপে অবসাদেই নিট পড়ুয়া আত্মঘাতী হয়েছেন।
প্রসঙ্গত, কোটায় সর্বভারতীয় ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে একে একে প্রাণ হারিয়েছেন একাধিক পড়ু্য়া। গত বছর ২৯ জন পড়ুয়া আত্মঘাতী হয়েছিলেন। চলতি বছরে এখনও পর্যন্ত সেই সংখ্যা বেড়ে ১৫ জন।
