আজকাল ওয়েবডেস্ক: বাইক স্টান্ট দেখাতে গিয়ে ভরা রাস্তায় চরম পরিণতি দুই বন্ধুর। বাইকে সজোরে ধাক্কা একটি দ্রুত গতির চার চাকা গাড়ির। দুর্ঘটনায় একসঙ্গে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ার জেলায়। রাজগড় ইন্ড্রাস্ট্রিয়াল এলাকায় একটি কালভার্টের পাশে দাঁড়িয়ে রিল শুট করছিলেন দুই বন্ধু নিশান্ত ও দীপক। বাইকে দাঁড়িয়ে দুইজনেই স্টান্ট দেখানোর রিল শুট করছিলেন। তখনই আচমকা একটি দ্রুত গতির গাড়ি তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে নিশান্তের মৃত্যু হয়। দীপককে তড়িঘড়ি করে রাজগড় হাসপাতালে নিয়ে গেলে অন্য হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। অন্য হাসপাতালে যাওয়ার সময়েই মাঝ পথে মৃত্যু হয় দীপকের।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান গাড়ির চালক। তাঁর হদিশ এখনও মেলেনি। ঘাতক গাড়িটি ইতিমধ্যেই আটক করা হয়েছে। দেহ দুটি ময়নাতদন্তের পর দুই যুবকের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পরিবারের তরফে অভিযোগ দায়ের হতেই গাড়ির চালকের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, দুই যুবক অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সমাজ মাধ্যমে জনপ্রিয়তা কুড়োতে বেপরোয়াভাবে রিল শুট করতেন। তাঁদের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা থেকেই বিপজ্জনকভাবে রিল শুট করতে মত্ত হয়ে উঠেছিলেন। শেষমেশ রিল শুট করার মাঝেই মৃত্যু হল দুজনের।
