আজকাল ওয়েবডেস্ক: এক মাসেই একের পর এক ধর্ষণ, যৌন হেনস্থা ও নারী নির্যাতনের ঘটনায় তোলপাড় ওড়িশা। বিজেপি শাসিত রাজ্যে গতকাল, সোমবার রাতেও গণধর্ষণের শিকার হল ১৮ বছরের এক কিশোরী। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। পুলিশ।‌ অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই কিশোরী। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার জগৎসিংপুর জেলায়। পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় এক বান্ধবীর সঙ্গে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিল নির্যাতিতা কিশোরী। সেখান থেকে রাত সাড়ে আটটা নাগাদ একসঙ্গে ফিরছিল বাড়িতে। মাঝপথেই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। 

জানা গেছে, আচমকা দুই কিশোরীর পথ আটকায় দুই যুবক। এরপর দু'জনকেই টেনে হিঁচড়ে একটি নির্জন এলাকায় নিয়ে যায়। কিশোরীর বান্ধবী কোনও মতে পালিয়ে যায়। এরপর চিৎকার করে এলাকাবাসীদের ডাকার চেষ্টা করে। অন্যদিকে চাষের জমিতে ১৮ বছরের কিশোরীকে গণধর্ষণ করে দুই যুবক। 

রাতেই বান্ধবীর সাহায্যে বাড়িতে পৌঁছয় কিশোরী। তার পরিবারকে ধর্ষণের ঘটনাটি জানায় তার বান্ধবী।‌ এরপর জগৎসিংপুর সদর হাসপাতালে কিশোরীকে তড়িঘড়ি ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক এখনও। রাতেই থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা কিশোরীর বাবা। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ আধিকারিকরা। কিশোরীর বয়ান রেকর্ড করার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত জারি রয়েছে। 

আরও পড়ুন: ঠিক যেন সিনেমা! এক দশক পর মায়ের অপমানের চরম বদলা, ছেলের কীর্তিতে শিউরে উঠল পুলিশ

প্রসঙ্গত, এক ছাত্রীকে যৌনহেনস্থার অভিযোগ ওড়িশায়। এবার গ্রেপ্তার কংগ্রেসের ছাত্র সংগঠনের ওড়িশা ইউনিটের সভাপতি উদিত প্রধান। নৈশভোজে ডেকে ওই ছাত্র নেতা নির্য়াতিতার পানীয়তে নেশার কিছু একটা মিশিয়ে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ। 

অভিযুক্ত তাঁর পূর্বপরিচিত বলে দাবি করেছেন অভিযোগকারিণী নির্যাতিতা। পুলিশে দায়ের করা এফআইআর-এর বয়ান অনুসারে, নির্যাতিতা ১৯ বছরের তরুণীকে একটি হোটেলে নৈশভোজে আমন্ত্রণ করা হয়েছিল। সেখানে খাওয়া-দাওয়ার সময় তাঁকে ঠান্ডা পানীয় দিয়েছিলেন ছাত্রনেতা। তাঁর অনুমান, পানীয়ে কিছু মেশানো ছিল। কারণ, ওই পানীয় পানের কিছু ক্ষণ পরে তিনি অসুস্থ বোধ করেন, তাঁর মাথা ঘুরতে থাকে। 

সেই সময়ে ওই ছাত্র নেতা এবং তাঁর সহযোগিরা নির্যাতিতাকে হোটেল থেকে বের হতে বাধা দেয়। শেষপর্যন্ত তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং পরে বুঝতে পারে যে, তাকে যৌন নির্যাতন করা হয়েছে। সে আরও অভিযোগ করে যে, ঘটনাটি সম্পর্কে কথা বললে তাঁকে গুরুতর পরিণতির হুঁশিয়ারিও দিয়েছিলেন অভিযুক্ত। 

ঘটনাটি ঘটেছে গত ১৮ মার্চ। কিন্তু, পুলিশে অভিযোগ করা হয় রবিবার। ভুবনেশ্বরের মঞ্চেশ্বর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়েছে। সোমবারই ধৃতকে আদালতে হাজির করানো হবে। কেন এতদিন পরে পুলিশে অভিযোগ দায়ের করা হল? নির্যাতিতার দাবি, আগে তিনি সামনে আসতে ভয় পেয়েছিলেন। এফআইআর দায়েরের পর, পুলিশ ব্যবস্থা নেয় এবং সেদিন রাতেই কংগ্রেসের অভিযুক্ত চাত্রনেতাকে গ্রেপ্তার করা হয়। 

গত শনিবার বন্ধুর বাড়ি থেকে বাড়ি ফিরছিল বছর পনেরোর এক ছাত্রী। হঠাৎ তার রাস্তা আটকে গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান তিন অজ্ঞাতপরিচয় যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরী হাসপাতালে। 

তার আগে গত ১২ জুলাই ওড়িশার বালেশ্বরের ফকির মোহন কলেজের এক ছাত্রী অধ্যক্ষের ঘরের সামনে নিজের গায়ে আগুন ধরান। অভিযোগ, বার বার যৌন হেনস্থার অভিযোগ করলেও কোনও পদক্ষেপ করেননি কলেজ কর্তৃপক্ষ। 

এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে বিজেপি শাসিত ওড়িশায় আইন-শৃঙ্খলার অবস্থা নিয়ে সরব বিরোধী রাজনৈতিক দলগুলি। সোচ্চার কংগ্রেস-ও। কিন্তু এবার সেই কংগ্রেসেরই ছাত্র সংগঠনের প্রধানের বিরুদ্ধে উঠল নক্কারজনক অভিযোগ।