আজকাল ওয়েবডেস্ক: ঝোঁপ থেকে উদ্ধার একটি সুটকেস। কিন্তু সেটি এত ভারী কেন? সুটকেস খুলতেই শিউরে উঠল পুলিশ। সেটির ভিতর থেকে উদ্ধার এক নাবালকের নিথর দেহ। এ ঘটনায় নাবালকের মাকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মহিলার প্রেমিককেও। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে অসমের গুয়াহাটিতে। পুলিশ জানিয়েছে, শনিবার ওই মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করেন। জানান, টিউশন থেকে আর বাড়ি ফেরেনি দশ বছরের ছেলে। এরপর পুলিশ খোঁজাখুঁজি শুরু করে। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় মহিলা ও তাঁর প্রেমিককে। তখনই সন্দেহ হয় জিতুমনি হলুইয়ের উপর। পাশাপাশি একটি ভারী সুটকেসের সন্ধান পায় পুলিশ। 

 

দীর্ঘক্ষণ জেরার পর জিতুমনি স্বীকার করেন, শনিবার নাবালিকাকে অপহরণ করে, শ্বাসরোধ করে খুন করে। এরপর সুটকেসে ভরে ওই ঝোঁপের মধ্যে ফেলে দেয়। রবিবার সেই সুটকেস থেকে নাবালকের দেহটি উদ্ধার করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গতকালই গ্রেপ্তার করা হয়েছে যুবক ও মহিলাকে। 

 

পুলিশ আরও জানিয়েছে, মহিলা বিবাহিত। তবে স্বামীর সঙ্গে থাকেন না। সন্তানকে নিয়ে প্রেমিকের সঙ্গে একটি ভাড়াবাড়িতে থাকতেন। সম্ভবত দশ বছরের নাবালক ছিল তাঁদের সম্পর্কের 'পথের কাঁটা'। তাকে সরাতেই খুনের পরিকল্পনা করেন দু'জনে। মহিলার স্বামীকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে।