স্কুলের ব্ল্যাক বোর্ডের সামনে হোক, কিংবা গবেষোণাগারে, মহাকাশে, দুনিয়ার কোনও প্রান্তে এখন আর পিছিয়ে নেই মেয়েরা। মহাকাশও জয় করে ফেলেছেন পারদর্শীতার সঙ্গে।
2
6
ভারতীয় বিমান বাহিনীর তেমনই আকাশ ছোঁয়া, ইতিহাস তৈরি করা কয়েকজনকে চিনে নিন- এয়ার মার্শাল পদ্মা বন্দোপাধ্যায়- এয়ার মার্শাল পদ্মা বন্দোপাধ্যায়। পিভিএসএম, এভিএসএম, ভিএসএম, পিএইচএস, ভারতীয় বিমান বাহিনীর একজন সম্মানিত প্রাক্তন ফ্লাইট সার্জন। তিনি ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা, যিনি এয়ার মার্শাল পদে উন্নীত হন।
3
6
গুঞ্জন সাক্সেনা- একজন প্রাক্তন ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) অফিসার এবং হেলিকপ্টার পাইলট। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় তাঁর পরিষেবার জন্য, কাজের জন্য ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। কার্গিল গার্ল নামে পরিচিতি পেয়েছিলেন।
4
6
উইং কমান্ডার দীপিকা মিশ্র-বন্যা ত্রাণ অভিযানের সময় ব্যতিক্রমী সাহসিকতার জন্য বীরত্বপূর্ণ পুরষ্কার (বায়ু সেনা পদক) প্রাপ্ত ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা কর্মকর্তা। উইং কমান্ডার দীপিকা মিশ্র একজন প্রশিক্ষিত হেলিকপ্টার পাইলট, যোগ্য উড়ন্ত প্রশিক্ষক।
5
6
ভাবনা কাঁথ-২০১৯ সালে যুদ্ধ মিশনের জন্য যোগ্যতা অর্জন এবং ২০২১ সালে ভারতীয় বিমান বাহিনীর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ ট্যাবলোতে প্রথম মহিলা বিমান চালনা করেন। তিনি ২০১৬ সালে ফাইটার স্ট্রিম-এ যোগ দেন এবং ২০১৮ সালে মিগ-২১ বাইসনে তাঁর প্রথম একক বিমান চালনা করেন, যার উদ্দেশ্য ছিল অন্যান্য মহিলাদের অনুপ্রাণিত করা।
6
6
মোহনা সিং জিতারওয়াল- 'তরং শক্তি' মহড়ার সময় ভারতের তেজস যুদ্ধবিমান উড়িয়ে প্রথম মহিলা হিসেবে ইতিহাস গড়েছেন স্কোয়াড্রন লিডার মোহনা সিং।