একেই বলে কপালের নাম গোপাল! শনিবার মধ্যপ্রদেশের পান্না জেলার একটি খনিতে একজন মহিলা শ্রমিক আটটি হীরা খুঁজে পেয়েছেন। এইসব হীরের দাম একসঙ্গে কয়েক লক্ষ টাকা হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন।
2
8
স্থানীয় বাসিন্দা ৫০ বছর বয়সী রচনা গোলদার আটটি মূল্যবান হীরে খুঁজে পেয়েছেন, যেগুলির মোট ওজন ২.৫৩ ক্যারেট। এর মধ্যে ছয়'টি উচ্চমানের বলে জানিয়েছেন কর্মকর্তারা।
অনুপম সিং জানিয়েছেন রচনা গোলদার- পাথরগুলি জেলা হীরা অফিসে জমা করেছেন, যেখান থেকে সেগুলি নিলামে তোলা হবে এবং সম্ভবত সেগুলির মূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে।
5
8
তিন প্রাপ্তবয়স্ক সন্তানের মা রচনা গোলদার হাজারা মুদ্দা এলাকায় একটি খনির ইজারা নিয়েছিলেন এবং খনন করার সময় পাথরগুলি খুঁজে পেয়েছিলেন।
6
8
খনি শ্রমিক রচনার আশা, হীরে নিলামের অর্থ তাঁর আর্থিক অবস্থার উন্নতি করবে।
7
8
পান্নায়, আট মিটার লম্বা একটি খনি থেকে প্রাপ্ত হীরার নিলাম প্রতি তিন মাস অন্তর অনুষ্ঠিত হয়। সারা দেশের ব্যবসায়ীরাই এই নিলামে অংশগ্রহণ করেন।
8
8
চূড়ান্ত নিলাম মূল্যের উপর ১২ শতাংশ সরকারি ছাড় প্রযোজ্য, যার মধ্যে ১১ শতাংশ রয়্যালটি এবং ১ শতাংশ টিডিএস অন্তর্ভুক্ত। বাকি পরিমাণ টাকার অঙ্ক দেওয়া হবে খনির সঙ্গে জড়িত হীরে আবিষ্কারককে।