একদিকে ঘূর্ণিঝড়ের জেরে ভারী বৃষ্টির দাপট দক্ষিণ ভারতে, অন্যদিকে অক্টোবরের শেষ সপ্তাহেই শীতের আমেজ ফিরছে উত্তর ভারতে। মঙ্গলবার থেকেই তাপমাত্রার পারদ নিম্নমুখী উত্তর ভারতের রাজ্যগুলিতে।
2
7
দিন কয়েক আগে দিল্লি-এনসিআর-এ রাতের তাপমাত্রা কমছিল। এবার দিনের বেলাতেও হালকা শিরশিরানি অনুভূত হচ্ছে। মঙ্গলবার থেকে দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রাও নামতে শুরু করেছে। গতকাল দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।
3
7
দিন কয়েক আগে দিল্লি-এনসিআর-এ রাতের তাপমাত্রা কমছিল। এবার দিনের বেলাতেও হালকা শিরশিরানি অনুভূত হচ্ছে। মঙ্গলবার থেকে দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রাও নামতে শুরু করেছে। গতকাল দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।
4
7
পয়লা নভেম্বর থেকে শীতের আমেজ আরও বাড়বে। শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থার কারণে রাজ্যে রাজ্যের বৃষ্টির জেরে ইতিমধ্যেই পারদ নামতে শুরু করেছে। দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই ভরপুর শীতের আমেজ পাওয়া যাবে।
5
7
ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই পারদ নামতে শুরু করেছে রাজস্থানে। ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। বুধবারেও রাজস্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচদিনের বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তারপর শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টি থামলেই কনকনে শীতের দাপট শুরু হবে রাজস্থানে।
6
7
এদিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরাখণ্ডের উঁচু এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপাত শুরু হয়েছে। মঙ্গলবার থেকে দেরাদুন ও সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ ছিল। বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের তাপমাত্রাও নিম্নমুখী।
7
7
ঘূর্ণিঝড়ের রেশ কাটতেই কমবে বৃষ্টির দাপট। ফলে রাজ্যে রাজ্যে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। জলীয় বাষ্পের পরিমাণ কমলেই আগামী সপ্তাহ থেকে শীতের আমেজ ফিরতে পারে একাধিক রাজ্যে।