দীর্ঘদিন রোগভোগের পর, ৮৮ বছর বয়সে প্রয়াত পোপ ফ্রান্সিস। ২১ এপ্রিল সোমবার ভ্যাটিকান ঘোষণা করেছে পোপের মৃত্যু সংবাদ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, মার্চে জানা যায়, শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল পোপের। রবিবার, পালন করেছিলেন ইস্টার। ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে উপস্থিত হয়েছিলেন তিনি। তার ২৪ ঘণ্টার মধ্যেই আসে দুঃসংবাদ।পোপের মৃত্যু, পরবর্তী পোপ বাছাই করা, পরপর, ধাপে ধাপে বেশকিছু নিয়ম রয়েছে ভ্যাটিকানে।
2
8
পোপের শেষকৃত্যের প্রায় তিন সপ্তাহ পর নতুন পোপ নির্বাচন করা হবে একটি অত্যন্ত গোপনীয় প্রক্রিয়ার মাধ্যমে। গত ৭০০ বছর ধরে এই ঐতিহ্য চলে আসছে।
3
8
পোপ ফ্রান্সিস প্রয়াত হয়েছেন দিনকয়েক আগে। জুঁইয়ে মোড়া, আর পর্যটকদের ভিড়ে ভরা রোমে এখন চরম ব্যস্ততা। কঙ্কলেভের প্রস্তুতি। যদিও সব চলছে বন্ধ দরজার আড়ালে। কারণ, কে হবেন পোপ ফ্রান্সিসের উত্তরসূরি, এখন আলোচনা তা নিয়েই।
4
8
ইতিমধ্যে কার্ডিনালরা পৌঁছে গিয়েছেন ভ্যাটিকানে। ৭ মে থেকে শুরু হবে রুদ্ধদ্বার পোপ নির্বাচন প্রক্রিয়া। তার আগেই সময়ে কার্ডিনালরা রোমের নানা রেস্তোরা-সহ নানা জায়গায় ঘুরে নিজেদের মধ্যে আলোচনা করে নিতে পারবেন, পোপ ফ্রান্সিসের উত্তরসূরি কে হবেন তা নিয়ে।
5
8
তারপরেই শুরু হবে রুদ্ধদ্বার আলোচনা। সেই আলোচনা চলাকালে কার্ডিনালদের খাবারের দিকে কোরা নজর থাকবে ভ্যাটিকানের। এই সময়কালে কার্ডিনালরা বেশকিছু খাবার খেতে পারবেন না। কোন খাবার খেতে পারবেন আর কোন খাবার খেতে পারবেন না? নিয়মের পিছনে কারণই বা কী? কী বলছে ভ্যাটিকানের নিয়ম?
6
8
পোপ গ্রেগরি দশম প্রথম নির্বাচন প্রক্রিয়া দ্রুত করার জন্য ‘ফুড রেশনিং’ প্রক্রিয়া শুরু করেন। ওই সময়কালে কার্ডিনালরা পৃথক ন্য, একটি কক্ষে থাকবেন সকলে। অসুস্থ না হলে দু' জনের বেশি সহযোগী উপস্থিত থাকতে পারবেন না কোনওভাবেই। বাইরের সমস্ত সংস্পর্শ এড়াতে কার্ডিনালদের জানালা দিয়ে খাবার দেওয়া হবে।
7
8
পরে, পোপ ষষ্ঠ ক্লেমেন্ট এই নিয়মগুলি শিথিল করেন। কিন্তু কেন এই নিয়ম? খাবারকে দীর্ঘদিন ধরে গোপন বার্তার সম্ভাব্য মাধ্যম হিসেবে দেখা হয়। যেমন ধরা যাক, চিকেনের মধ্যে কেউ গোপন বার্তা প্রেরণ করলেন, কেউ ন্যাপকিনের মাধ্যমে।
8
8
সেই কারণে চিকেন, পাই-সহ বেশকিছু খাবার, কাটলারি এবং গ্লাস নিষিদ্ধ বলে সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর। স্থানীয় নানদের তৈরি করা ল্যাম্ব, স্প্যাগেটি, সেদ্ধ সবজি খেতে পারবেন কার্ডিনালরা।