ফিক্সড ডিপোজিট মানেই হল এমন একটি জায়গা যেখানে বিনিয়োগ করার পর সেখান থেকে ভাল রিটার্ন আসবে। ফিক্সড ডিপোজিট করার সঠিক জায়গা হল ব্যাঙ্ক। সেখানে আপনাকে জানতে হবে কোন ব্যাঙ্ক কত হারে সুদ দেবে।
2
12
ইয়েস ব্যাঙ্ক ৩ থেকে ৫ বছরের মধ্যে সুদ দেবে ৭.১০ শতাংশ। এখানে যদি সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল টাকা পাবেন।
3
12
টামিলান্ড মার্চেনটাইল ব্যাঙ্কে ৪০০ দিনের জন্য বিশেষ অফার রয়েছে। এখানে বিনিয়োগ করলে সেখান থেকে ৭.০৫ শতাংশ হারে সুদ পাবেন।
4
12
ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক ১ বছর ১ মাস থেকে ২ বছরের জন্য ৭ শতাংশ হারে সুদ দেবে। এখানেও বিনিয়োগ করে ভাল লাভ করতে পারেন।
5
12
সিএসবি ব্যাঙ্ক ১৩ মাসের জন্য ৭.৪০ শতাংশ হারে সুদ দেবে। এখানে যদি বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে ভাল লাভ পেতে পারেন।
6
12
ফেডারেল ব্যাঙ্ক আপনাকে ৪৪৪ দিনের জন্য ৬.৮৫ শতাংশ হারে সুদ দেবে। যদি পরিকল্পনা করে বিনিয়োগ করেন তাহলে ভাল লাভ পাবেন।
7
12
কারুর বৈশ্য ব্যাঙ্ক আপনারে ৪৪৪ দিনের জন্য ৬.৮৫ শতাংশ হারে সুদ দেবে। যদি এখানে বিনিয়োগ করেন ভাল লাভ পাবেন।
8
12
সিটি ইউনিয়ন ব্যাঙ্ক ৩৬৫ দিনের অফার দিয়েছে। এখানে সুদের হার পাবেন ৬.৭৫ শতাংশ। বিনিয়োগে মিলবে ভাল সাফল্য।
9
12
আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ২ বছর ১ দিন থেকে শুরু করে ৫ বছরে ভাল অফার দেবে। সেখানে আপনি ৬.৭৫ শতাংশ হারে সুদ দেবে।
10
12
কর্নাটক ব্যাঙ্ক ব্যাঙ্ক ৫৫৫ দিনের জন্য ভাল সুদের অফার দিচ্ছে। এখানে সুদের হার পাবেন ৬.৭৫ শতাংশ।
11
12
সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক ১ বছর ৭ দিনের জন্য স্পেশাল অফার দিয়েছে। ৬.৭০ শতাংশ হারে এখানে সুদ পাবেন।
12
12
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।