বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহুকে ছায়া গ্রহ বলে মনে করা হয়। এর প্রভাব অত্যন্ত নেতিবাচক বলেই বিশ্বাস করা হয়। অন্যদিকে মঙ্গলের প্রভাবও বিশেষ শুভ বলে মনে করা হয় না, কিছু ক্ষেত্রে। আর নতুন বছরে এই দুই গ্রহই জুটি বাঁধতে চলেছে। ফলে প্রতি পদে বাধা, বিপত্তি বাড়বে বেশ কিছু রাশির। আর্থিক সমস্যা থেকে ব্যক্তিগত সমস্যা বাড়বে হুহু করে। ছবি- সংগৃহীত
2
7
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর এই রাশিতে আগে থেকেই বসে আছে রাহু। ফলে দু'জনে জুটি বেঁধে তৈরি করবে বিস্ফোরক যোগ। এই যোগটি অত্যন্ত তীব্র, অশুভ এবং অশান্ত। যাঁদের উপর এই বিস্ফোরক যোগের কুপ্রভাব পড়বে তাঁদের জীবন এক কথায় ছারখার হবে। মানসিক অশান্তি, চাপ বৃদ্ধি পাবে। কারণে অকারণে ঝগড়া, ঝামেলা লেগেই থাকবে, খসবে টাকা। ছবি- সংগৃহীত
3
7
আগামী ২৩ ফেব্রুয়ারি সকাল ১১.৫৭ মিনিটে এই যোগ তৈরি হবে। আগামী ২ এপ্রিল পর্যন্ত মঙ্গল এই কুম্ভ রাশিতে অবস্থান করবে। ফলে ২৩ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত চলবে এই বিস্ফোরক যোগ। ছবি- সংগৃহীত
4
7
মেষ: যেখান থেকে টাকা পাওয়ার কথা, সেটা পাবেন না। বরং উল্টে, কারণে, অকারণে অতিরিক্ত খরচ হবে। বন্ধু, বা পরিচিতদের থেকে ঠকবেন। বিনিয়োগ করলে ভরপুর ক্ষতি হবে। ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন। ছবি- সংগৃহীত
5
7
ধনু: কথা বলার সময় ভেবে চিনতে কথা বলুন, নতুবা নি কারণেই বিপদে জড়াবেন। ঝামেলা, ঝগড়া হতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। আইনি জটিলতায় জড়িয়ে পড়বেন। কোনও কেস চললে এবং তার রায় বেরোনোর থাকলে সেটা আপনার বিপক্ষে যাবে। হওয়া কাজ শেষ মুহূর্তে গিয়ে ভন্ডুল হবে। ছবি- সংগৃহীত
6
7
মকর: পরিবারে অশান্তি লেগেই থাকবে। এর কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে। প্রবল আর্থিক ক্ষয় ক্ষতি হবে। হঠাৎ করে কোনও বড় বিপদ ঘটতে পারে। বিনিয়োগ বা খরচ করার আগে দশবার ভাবনা চিন্তা করুন। ছবি- সংগৃহীত
7
7
কী করলে সাময়িক স্বস্তি পেতে পারেন? নিয়মিত হনুমান চালিশা পাঠ করুন। মঙ্গলবার এবং শনিবার করে দান করুন। রাগ নিয়ন্ত্রণ করুন। হঠকারিতা করবেন না। অনুশাসন মেনে চলুন। ছবি- সংগৃহীত