সংবাদসংস্থা মুম্বই: ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ববি’ ছবিতে ঋষি কাপুরকে একটি সাহসী দৃশ্য দেখা গিয়েছিল। যা নিয়ে সে সময় অনেক আলোচনাও হয়েছিল। এই দৃশ্যে ঋষি কাপুরের সঙ্গে অরুণা ইরানিও ছিলেন। অরুণা এই ছবিতে তাঁর সহ-অভিনেত্রী ছিলেন।
2
6
ছবি প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অরুণা জানিয়েছেন যে, ঋষি কাপুরকে অর্ধনগ্ন দেখে প্রথমে তিনি লজ্জা পাওয়ার কারণে শুটিং করতে রাজি ছিলেন না। কিন্তু পরে সাবলীলভাবে ছবির কাজ করেন।
3
6
অরুণা সাক্ষাৎকারে বলেন,
4
6
অরুণা জানান, পরে যখন তিনি ও ঋষি কাপুর দু'জনেই অন্য ছবির শুটিং করছিলেন, তখন অভিনেতা তাঁকে জিজ্ঞাসা করেছিলেন কেন তিনি সেই সময় অস্বস্তি বোধ করছিলেন?
5
6
অরুণার সব কথা শুনে ঋষি কাপুর বলেছিলেন যে, ‘দৃশ্যে তো আমি নগ্ন ছিলাম, তাহলে আপনি কেন লজ্জা পাচ্ছিলেন।’ এত বছর পর সহ-অভিনেতার কথা মনে করে ওই সাক্ষাৎকারে স্মৃতি বিজড়িত হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেত্রী।
6
6
বলিউডের অন্যতম পরিচিত ও জনপ্রিয় মুখ তিনি। এখন আর সেভাবে দেখা যায় না অভিনেত্রীকে। তাঁর ঝুলিতে ৫০০-রও বেশি ছবি, অসংখ্য টেলিভিশন শো। শুধু অভিনয় নয়, ক্যামেরার পেছনেও কাজ করেছেন পরিচালনা ও প্রযোজকের ভূমিকায়।